Arvind Kejriwal: 'দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করতে হবে', জেল থেকে বেরিয়ে বললেন কেজরিওয়াল
তিহাড় জেল থেকে বেরতেই আপের কর্মী, সমর্থকরা কেজরিওয়ালকে দেখে আনন্দে ফেটে পড়েন। যা দেখে অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি কেজরি। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও ধন্যবাদ জানান কেজরিওয়াল।
দিল্লি, ১০ মে: জেল থেকে বেরোলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার সন্ধ্যায় অন্তর্বতী জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পান কেজরিওয়াল। তিহাড় জেল থেকে বেরতেই আপের কর্মী, সমর্থকরা কেজরিওয়ালকে দেখে আনন্দে ফেটে পড়েন। যা দেখে অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি কেজরি। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও ধন্যবাদ জানান কেজরি। বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্যই আজ ফের সাধারণ মানুষের সামনে তিনি হাজির হতে পেরেছেন। দেশকে 'একনায়কতন্ত্র' থেকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন আপ প্রধান।
আরও পড়ুন: Arvind Kejriwal: অন্তর্বতী জামিনে ২১ দিনের মুক্তিতে কী কী করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল, দেখুন
দেখুন তিহাড় জেল থেকে বেরিয়ে কী বললেন অরবিন্দ কেজরিওয়াল...
৫০ দিন পর তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেতেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে বাজি ফাটাতে দেখা যায়। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় আগামী ১ জুন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল জেলের বাইরে থাকতে পারবেন বলে শুক্রবার জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে।
দেখুন ভিডিয়ো...