Arvind Kejriwal: তৃণমূলকে বড় খোঁচা দিলেন গোয়ায় জিততে মরিয়া অরবিন্দ কেজরিওয়াল
মাত্র ক মাস আগে পা দিয়েই গোয়ার রাজনীতিতে ঝড় তুলেছে। অন্তত দলবদলের রাজনীতিতে গোয়ায় সাড়া ফেলেছে জোড়াফুল। প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ গোয়ার কংগ্রেসের বেশ কয়েকজন বড় নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।
পানাজি, ২২ ডিসেম্বর: মাত্র ক মাস আগে পা দিয়েই গোয়ার রাজনীতিতে ঝড় তুলেছে। অন্তত দলবদলের রাজনীতিতে গোয়ায় সাড়া ফেলেছে জোড়াফুল। প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ গোয়ার কংগ্রেসের বেশ কয়েকজন বড় নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। আর তৃণমূলের দ্রুত উত্থান ধাক্কা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party) কে। যে আম আদমি পার্টি ক মাস আগেও বিজেপি-কংগ্রেসের বিকল্প হিসেবে গোয়ায় তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছিল। কিন্তু গোয়ার মাটিতে দিদির পা পড়ার পরেই চাপে পড়ে গিয়েছে আম আদমি পার্টি। কারণ দলবদলের মেজাজে থাকা নেতারা আপ-এর চেয়ে তৃণমূলকেই বেছে নিচ্ছেন। ফলে তৃতীয় শক্তি হিসেবে এখন গোয়ায় আপ-এর সঙ্গে একই জমিতে তৃণমূলও। যদিও দীর্ঘদিন পড়ে থাকায় গোয়াতে আপ-এর একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে।
এবার গোয়ার রাজনীতিতে তৃণমূলের উত্থান নিয়ে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-প্রধান কেজরি বললেন,"আপনারা সাংবাদিকরা তৃণমূলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু গোয়ায় এখনও তৃণমূলের এক শতাংশ ভোট শেয়ারও হয়নি। ওরা তিন মাস আগে গোয়ায় এসেছে, এভাবে গণতন্ত্রে কাজ করা যায় না। ভোটে জিততে হলে আপনাকে পরিশ্রম করতে হয়, মানুষের মধ্যে মিশে গিয়ে কাজ করে আস্থা অর্জন করতে হয়।"আরও পড়ুন: একজন সাংসদের বার বার 'নির্বাসন' মানে তিনি ইচ্ছাকৃত একই কাজ করছেন, ডেরেককে কটাক্ষ দিলীপের
দেখুন টুইট
কেজরির কথাতেই পরিষ্কার, যেভাবে গোয়ায় কংগ্রেস নেতাদের দলে নিয়ে বাজিমাত করার চেষ্টা করছে তৃণমূল, তাতে তিনি ক্ষুব্ধ। আসলে তৃণমূলের উত্থানের পর গোয়ায় কেজরিওয়ালের দলের কাজটা কঠিন হয়ে গিয়েছে। কেজরিওয়াল গোয়ার মহিলাদের জন্য যে ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন, তৃণমূল তার চেয়ে অনেক বেশি টাকার ভাতার কথা বলে টেক্কা দিয়েছে। রাজ্যের দাপট দেখানো কংগ্রেস নেতারাও কেজরির চেয়ে বেশি মমতার দলে যোগ দিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। অবশ্য এটা ঠিক গোয়ায় বেশ কয়েক বছর ধরেই কাজ করছে কেজরিওয়ালের দল। পশ্চিম গোয়ায় জেতার মত জমিও তৈরি হয়েছে বলে আম আদমি পার্টির দাবি। এর আগে গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন আপ নেত্রী অতশী। তৃণমূলও গোয়ায় একলা চলো নীতি নিয়েছে।