অরুণ জেটলি প্রয়াত। (File Photo)

নয়া দিল্লি, ২৪ অগাস্ট: Arun Jaitley Passes Away: দীর্ঘ ১৫দিনের লড়াই শেষ। শনিবার  দুপুর ১২.০৭টায় দিল্লির এইমসে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা  অরুণ জেটলি। ৬৬ বছর বয়েসে প্রয়াত হলেন দেশের রাজনীতির নক্ষত্র অরুণ জেটলি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের সহযোদ্ধার মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন। অর্থমন্ত্রকে তাঁর কার্যকালে জিএসটি ও নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামিকাল, রবিবার দুপুর ২টোয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

গত ৯ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্য়ার জন্য অরুণ জেটলিকে AIIMS-এ ভর্তি করা হয়েছিল। তারপর কটা দিন ক্রমশ খারাপ হচ্ছিল তাঁর শরীর। গত মঙ্গলবার, ২০ অগাস্ট থেকে লাইফ সাপোর্টে পাঠানো হয়েছিল তাঁকে। ডাক্তাররা খুব চেষ্টা করছিলেন তাঁকে সুস্থ করার। কিন্তু শেষের দিকে তাঁর শরীর আর চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। আরও পড়ুন-মুম্বই শহরতলিতে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বিল্ডিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ২

গত বছর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল অরুণ জেটলির। বেশ কয়েকমাস ধরেই তাঁর শরীরটা বিশেষ ভাল যাচ্ছিল না। মোদি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় তাঁকে সামিল না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অরুণ জেটলি। কিন্তু শরীর এতটাই খারাপ ছিল যে তিনি প্রধানমন্ত্রীর অনুরোধ রাখেননি।

আজ সকালে অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান বিজেপির অভিজ্ঞ নেত্রী উমা ভারতী। গত ১০ অগাস্টের পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আর কোনও বুলেটিন প্রকাশ করেনি AIIMS কর্তৃপক্ষ। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রকের দায়িত্ব নেন পীযূষ গোয়েল।


আপনি এটাও পছন্দ করতে পারেন

PM Narendra Modi: লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই সক্রিয় মোদী, আজ ৭ টি বৈঠক, কী-কি আলোচনা হবে?

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Varanasi Lok Sabha: প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ভোটে রিগিংয়ের অভিযোগ, ইভিএমে কংগ্রেসের বোতামে লাগানো টেপ!

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Ravi Kishan: মোদী ধ্যানে বসেছেন এবার আর তাপপ্রবাহ হবে না, দাবি বিজেপির তারকা সাংসদ রবি কিষাণের

Mallikarjun Kharge: গুজরাটের হয়ে প্রধানমন্ত্রী মোদী গান্ধীজির প্রচারের জন্য কী করেছে? প্রশ্ন মল্লিকার্জুন খাড়গের

Tamil Nadu: কন্যাকুমারীতে বিবেকানন্দ রকের ওপর প্রধানমন্ত্রী মোদী ধ্যানে বসবেন, প্রস্তুতি চলছে জোরকদমে (দেখুন ভিডিও)

Loksabha Election 2024: 'যাঁরা ৪০০ পারের কথা বলছেন, তাঁরা ৪০০ আসনই হারাবেন', বিজেপিকে কটাক্ষ অখিলেশের