Andhra Pradesh High Court: ধর্ষণের মামলা খারিজ করে নির্যাতিতা ও অভিযুক্তকে সমঝোতা করার সুযোগ দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট

নির্যাতিতার আবেদনের ভিত্তিতে তাঁর করা ধর্ষণের মামলা খারিজ করে আদালতের বাইরে অভিযুক্তের সঙ্গে সমঝোতা করার সুযোগ দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে।

(Photo Credits: Wikimedia Commons)

বিশাখাপত্তনম: নির্যাতিতার (Victim) আবেদনের ভিত্তিতে তাঁর করা ধর্ষণের মামলা (Rape Case) খারিজ করে (Quashed) আদালতের বাইরে অভিযুক্তের (Accused) সঙ্গে সমঝোতা (Compromise) করার সুযোগ দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট (Andhra Pradesh High Court)। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে।

জানা গেছে, নির্যাতিতা প্রথমে অভিযুক্তের বিরুদ্ধে বিশাখাপত্তনম জেলার (Visakhapatnam District) গাজুওয়াকা পুলিশ স্টেশনে (Gajuwaka police station) একটি ধর্ষণের মামলা দায়ের করেন। তার ভিত্তিতে শুরু হওয়া মামলা আসে আদালতে।

এরপরই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে নির্যাতিতা একটি আবেদন জমা দেন। তাতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু, অন্য একটি মেয়ের সঙ্গে অভিযুক্তের বিয়ের ঠিক হওয়ার খবর পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। তার জেরেই তিনি পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

কিন্তু, পরে এই বিষয়টি নিয়ে চিন্তা করেন দেখেন। এই ঘটনার ফলে দুজনের জীবনেই খুব বড় প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি নিয়ে আদালতের বাইরে তিনি অভিযুক্তের সঙ্গে সমঝোতা করতে চান। নির্যাতিতার আবেদন খতিয়ে দেখার পর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ধর্ষণের মামলাটি খারিজ করে উভয়পক্ষকে আদালতের বাইরে বিষয়টি সমঝোতা করে নেওয়ার সুযোগ দেয়। আরও পড়ুন: UGC: বিশ্ববিদ্যালয়গুলোকে দ্বৈত ডিগ্রি অর্জনের প্রক্রিয়া শিথিলের আর্জি ইউজিসি-র