Antony Blinken : কানাডা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক, সমস্যা মেটাতে দুপক্ষকেই এগিয়ে আসার অহব্বান ব্লিনকেনের

কানাডার যা কিছু অভিযোগ রয়েছে তা মেটানোর ক্ষেত্রে ভারতের সহযোগীতা করা উচিত বলে জানিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন

Antony Blinken (Photo: ANI)

নিজ্জর সিং হত্যাকান্ড নিয়ে কানাডার অভিযোগের বিষয়ে এবার দুপক্ষের মধ্যে বেশ কিছু কথাবার্তা সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অ্যান্টনি ব্লিনকেন।এই বিষয়ে ব্লিনকেন মার্কিন অবস্থান জানিয়ে দেন। তিনি জানান, কানাডার যা কিছু অভিযোগ রয়েছে সেই বিষয়ে ভারতের উচিত সহযোগীতা করা।

শুক্রবার একটি প্রেস কনফারেন্সে ব্লিনকেন জানান, "আমি এর আগেও বলেছি এবং আমাদের সহকর্মীরাও বলেছেন আমরা সেই সমস্ত অভিযোগ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন যা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তুলেছেন।আমরা কানাডার সঙ্গে এই বিষয়ে সম্পর্ক রেখে চলেছি।"

এছড়া তিনি আশা রেখেছেন, ভারত এবং কানাডা এই সমস্যার সমাধান করে যাতে একসাথে কাজ করতে পারে।

এছাড়াও তিনি  জানান, "একই ভাবে আমরা ভারত সরকারের সঙ্গেও যুক্ত রয়েছি এবং কানাডার সঙ্গে তদন্তের ব্যাপারে সহযোগীতা করার কথা জানিয়েছি। এবং এই একই বিষয়টি আমি আবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনা করেছি এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের দোষী সাবস্ত্য করা উচিত।এবং আমি আশা করি আমাদের বন্ধু ভারত এবং কানাডা দুজনেই সেই বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন।"

কয়েক সপ্তাহ আগেই কানাডার প্রধানমন্ত্রীর তরফে হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে পার্লামেন্টে দাবি করা হয়।যদিও ভারতের তরফে সেই দাবিকে খারিজ করা হয়েছে।

কানাডার এই অভিযোগের ভিত্তিতে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশের নাগিরকদের উপদেশও জারি করা হয়েছে কানাডা এবং ভারতের এই দ্বৈরথের কারণে।