Anti-Rape Bill 'Aparajita': ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল বিধানসভায় পাশের পর পুরনো চিঠির উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে তোপ কেন্দ্রের

রিজিজু আরও বলেন, ২০১৮ সালে সংসদ একটি বিল পাশ করানো হয়। ওই বিলে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবেলা করার জন্য একটি কঠোর আইন পাশ হয়। যে বিলের লক্ষ্য ছিল, ধর্ষণের মত অপরাধের দ্রুত বিচার করা। সেই সঙ্গে পকসো আইনের মামলাগুলির সমাধানের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়।

Mamata Banerjee (Photo Credit: Facebook)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: ধর্ষণ বিরোধী বিল 'অপরাজিতা' (Aparajita Bill) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে কটাক্ষ করলেন কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজু। ২০২১ সালের একটি চিঠি প্রকাশ করে, রাজ্যের মহিলা এবং শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয়মন্ত্রী। কিরণ রিজিজু নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে অভিযোগ করেন, সেখানে তিনি লেখেন,  'অপরাজিতা মহিলা ও শিশু বিল প্রবর্তন করে মহিলা চিকিৎসকের মৃত্যুকে রাজনীতির মোড়কে মুড়তে চাইছেন মুখ্যমন্ত্রী। এমনই অভিযোগ করেন রিজিজু। অপরাধ প্রতিহত করতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) 'ব্যর্থ' বলেও  অভিযোগ করেন কেন্দ্রীয়মন্ত্রী।

দেখুন কিরণ রিজিজু কী বললেন...

 

আরও পড়ুন: Anti-Rape Bill 'Aparajita': 'আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই', বললেন Mamata Banerjee

রিজিজু আরও বলেন,  ২০১৮ সালে সংসদ একটি বিল পাশ করানো হয়। ওই বিলে ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবেলা করার জন্য একটি কঠোর আইন পাশ হয়।  যে বিলের লক্ষ্য ছিল, ধর্ষণের মত অপরাধের দ্রুত বিচার  করা। সেই সঙ্গে পকসো আইনের মামলাগুলির সমাধানের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়।

এরপরই রিজিজু অভিযোগ করেন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে বার বার যোগাযোগ করা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেস সরকার ফৌজদারি সংশোধন আইনকে কেন্দ্রের পাশ করা আইনের আওতায় আনতে দেয়নি।