Andhra Pradesh Capital Row: তিন রাজধানীর বিরুদ্ধে প্রতিবাদে নেমে আটক অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতীর গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরও দুটি রাজ্য রাজধানী গড়ে তোলার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করারয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য টিডিপি বিধায়ককে আটক করে পুলিশ। তিনটি রাজ্য রাজধানী গড়ে তোলার বিলে তীব্র বিতর্ক চলাকালীন টিডিপি-র ১৭ জন বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করার পরে তেলগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এবং অন্যান্য দলের বিধায়করা অমরাবতীতে একটি 'পদযাত্রা'-য় অংশগ্রহন করেছিলেন।

চন্দ্রবাবু নাইডু (Photo Credits: ANI)

অমরাবতী, ২১ জানুয়ারি: অমরাবতীর (Amaravati) গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরও দুটি রাজ্য রাজধানী গড়ে তোলার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (CM Chandrababu Naidu) এবং অন্যান্য টিডিপি বিধায়ককে আটক করে পুলিশ। তিনটি রাজ্য রাজধানী গড়ে তোলার বিলে তীব্র বিতর্ক চলাকালীন টিডিপি-র (TDP) ১৭ জন বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করার পরে তেলগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এবং অন্যান্য দলের বিধায়করা অমরাবতীতে একটি 'পদযাত্রা'-য় অংশগ্রহন করেছিলেন।

বাতিলের পরও টিডিপি বিধায়করা ওয়াই এস জগন মোহন রেড্ডি (Y S Jaganmohan Reddy) সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন। নাইডু অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি রাজনৈতিক স্বার্থের জন্য এই রাজ্যটিকে ধ্বংস করছেন। তিনি আরও বলেন, রেড্ডি তাঁর চেয়ে বয়সে ছোট হলেও তিনি যেন তাঁর সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনা করেন এবং অমরাবতীকে অন্ধ্রর একমাত্র রাজধানী হিসাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাও দাবি করেন।

আরও পড়ুন, বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডা, তাঁর কাঁধে দায়িত্ব অর্পণ অমিত শাহর

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন তিনটি রাজধানীর পরীক্ষাটি বিশ্বের কোথাও সফল হয়নি। তিনি 'অমরাবতী সেভ অন্ধ্র প্রদেশ' প্রচার চালিয়ে যাবেন বলেই দাবি করেন। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টিডিপি নেতা ও কৃষকরা প্রতিবাদ করে। তাঁর অভিযোগ, পুলিশ গুন্টুর সাংসদ গাল্লা জয়দেবকে লাঞ্ছিত করেছে এবং দলীয় নেতা ডি উমা মহেশ্বর রাওয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।