Anant-Radhika Wedding: আম্বানি-পুত্রের বিয়েতে বোমার হুমকি, গুজরাট থেকে গ্রেফতার ইঞ্জিনিয়র
মঙ্গলবার সকালে মুম্বই পুলিশের অপরাধদমন শাখার তরফে গুজরাট থেকে ভিরাল শাহকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মুম্বই, ১৬ জুলাই: অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে (Anant-Radhika Wedding) বোমার (Bomb) হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়র। রিপোর্টে প্রকাশ, মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়েতে বোমা রাখর হুমকি দেয় বছর ৩২-এর এক ইঞ্জিনিয়র। নিজের এক্স হ্যান্ডেলে ওই হুমকি দেয় ইঞ্জনিয়র। যে খবর পেতেই মুম্বই পুলিশের তরফে শুরু হয় তদন্ত। জোর কদমে তদন্ত চালিয়ে মুম্বই পুলিশ ৩২ বছরের ওই ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে। গুজরাটের (Gujarat) ভদোদরার বাসিন্দা ভিরাল শাহ অনন্ত-রাধিকার বিয়েতে বোমার হুমকি দেয়।
মঙ্গলবার সকালে মুম্বই পুলিশের (Mumbai Police) অপরাধদমন শাখার তরফে গুজরাট থেকে ভিরাল শাহকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার সন্তান কবে আসবে, তর সইছে না সলমনের, দেখুন
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিরাল শাহ লেখে, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে যদি বোমা ফেলা হয়, তাহলে গোটা বিশ্বের অর্থনীতি তোলপাড় হয়ে উপর, নীচ করবে। সোশ্যাল মিডিয়ায় ভিরাল শাহ নামে ওই যুবকের পোস্ট দেখার পরপরই তা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। অবশেষে পোস্টকারীর খোঁজ মেলে গুজরাটের ভদোদরায়। মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ভিরাল শাহকে ভদোদরা থেকে গ্রেফতারির পর আপাতত তাকে মুম্বইতে আনা হচ্ছে বলে খবর।