Citizenship Amendment Bill Debate:নাগরিকত্ব সংশোধনী বিল বলবৎ হলে ইতিহাস হিটলার গুরিয়নের সঙ্গে অমিত শাহকেও স্মরণ করবে, তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েসি

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল দেশ। ঘরে বাইরে সমালোচিত কেন্দ্রের মোদি সরকার। এমতাবস্থায় সংসদে অমিত শাহ বিল পেশ নিয়ে তোপ দাগলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন, যদি এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে দেশে আইনে পরিণত হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লোকে জার্মানির হিটলার বা ইজরায়েলের প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের সঙ্গে স্মরণ করবে। ওয়েসি বলেন, দেশে যে নাগরিকত্ব আইন রয়েছে তা বিবেচনা করেই বলা হচ্ছে বিজেপি সরকার যা পর্বর্তন করতে চলেছে তা ভারতকে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত করবে।

অমিত শাহ ও আসাদউদ্দিন ওয়েসি (Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল দেশ। ঘরে বাইরে সমালোচিত কেন্দ্রের মোদি সরকার। এমতাবস্থায় সংসদে অমিত শাহ বিল পেশ নিয়ে তোপ দাগলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন, যদি এই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে দেশে আইনে পরিণত হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লোকে জার্মানির হিটলার বা ইজরায়েলের প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের সঙ্গে স্মরণ করবে। ওয়েসি বলেন, দেশে যে নাগরিকত্ব আইন রয়েছে তা বিবেচনা করেই বলা হচ্ছে বিজেপি সরকার যা পর্বর্তন করতে চলেছে তা ভারতকে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত করবে। কেননা নাগরিকত্ব সংশোধনী বিলটি বৈষম্যমূলক।

ওয়েসি এক বিবৃতিতে জানান, এই বিল পাস হলে ইজরায়েলের সঙ্গে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতের আর কোনও পার্থক্য থাকবে না। ইজরায়েলে ধর্মের ভিত্তিতে সেখানকার বাসিন্দাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়। এই বিল কার্যকরী হলে যে ফের দ্বিজাতি তত্ত্বের ভূত মাথাচাড়া দিয় উঠবে তা মনে করিয়ে দিতে ভোলেননি হায়দরাবাদের এই সাংসদ। একদিন এর জেরেই ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হয়েছিল। এই আইন থেকে দেশকে রক্ষার জন্য আমি আবেদন করছি। শুধু দেশ নয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও রক্ষা করতে হবে। নাহলে ন্যুরেমাবার্গ জাতি আইন ও ইজরায়েলি নাগরিকত্ব আইনের পর্যায়ে পৌঁছাবে ভারতের এই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। একই সঙ্গে অমিত শাহর নাম উচ্চারিত হবে হিটলার ও ডেভিড বেন গুরিওনের সঙ্গে। তবে ওয়েসির আগে এই একই দাবিতে আইন প্রত্যাহারের কথা বলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি রীতিমতো যুক্তি দিয়ে বলেন, ধর্মের ভিত্তিতে ভারত গঠন হয়নি। এই ধারণার অনুসারী দেশটির নাম পাকিস্তান। যা ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল। আরও পড়ুন-Citizenship Amendment Bill 2019: নাগরিকত্ব সংশোধনী বিল এনে দেশের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অদৃশ্য বিভেদ গড়ছে কেন্দ্র, সামনা’র সম্পাদকীয়তে প্রশ্ন তুলল শিবসেনা

যে দেশ ধর্ম বিশ্বাসের ভিত্তিতে জাতীয়তাবোধ তৈরির কথা বলে সে হল পাকিস্তান। মূলত বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির বক্তব্যের পরই একথা বলেন শশী থারুর। এদিন বহরমপুরের সাংসদ বলেন, মূলত সংখ্যালঘুদের নিশানা করতেই নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে কেন্দ্র।