Atal Bihari Vajpayee Punyatithi 2022: অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং, অমিত শাহ ও স্মৃতি ইরানিরা
সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেইয়ের মৃত্যু বার্ষিকীতে (Atal Bihari Vajpayee Punyatithi 2022) সদৈব অটলে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
নতুন দিল্লি, ১৬ অগাস্ট: সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেইয়ের মৃত্যু বার্ষিকীতে (Atal Bihari Vajpayee Punyatithi 2022) সদৈব অটলে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । পুস্পার্ঘ্য নিবেদনের পর হিন্দিতে এক টুইটবার্তায় রাজনাথ সিং লেখেন,, "অটলজি সারা জীবনই দেশের উন্নতি এবং ভাল সরকার গঠনের দিকে নজর দিয়েছেন। এতেই তাঁর ব্যক্তিত্ব এবং তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জন্মায়।" আরও পড়ুন-FIFA Bans All India Football Federation: গভীর সঙ্কট, ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করল ফিফা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহও এদিন অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে শ্রদ্ধা জানান। সঙ্গে লেখেন, “দেশের কল্যাণ এবং ভাল সরকার গঠনের জন্য দেশে নতুন যুগ এনেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ”
অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, "ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন শ্রী অটল বিহারী বাজপেয়ী"। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ আরও অনেকেই অটল বাবুর প্রতি সম্মান জানিয়েছেন।
পড়ুন টুইট