Goa: আইনজীবী-সমাজকর্মী অমিত পালেকরকে গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছল আপ
পঞ্জাবের পর এবার গোয়ায় দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। অভিজ্ঞ আইনজীবী তথা সমাজকর্মী অমিত পালেকরকে গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের দল গোয়ায় কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি।
পানাজি, ১৯ জানুয়ারি: পঞ্জাবের পর এবার গোয়ায় (Goa) দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। অভিজ্ঞ আইনজীবী তথা সমাজকর্মী অমিত পালেকর (Amit Palekar)-কে গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল গোয়ায় কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। গত বছর অক্টোবরে তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন। রাজ্যে অক্সিজেনের অভাব নিয়ে তিনি আদালতে কেস লড়ে খবরে আসেন। সেন্ট ক্রুজের বাসিন্দা অমিত পালেকর স্বচ্ছ ভাবমূর্তি, সমাজসেবক হিসেবে বেশ জনপ্রিয়। গতকাল পঞ্জাবে মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মানের নাম ঘোষণা করে আপ। তবে পঞ্জাবের মত গোয়ায় খুব বেশি লড়াইয়ে নেই কেজরির দল। যদিও গোয়ায় মসনদ দখলের চূড়ান্ত লড়াইয়ে আপ কিংমেকার হয়ে উঠতে পারে।
৪০ আসনের গোয়া বিধানসভায় ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি। সরকার গড়তে চাই অন্তত ২১টি আসন। আসনে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রয়েছে। সেই হাওয়া কতটা কাজে লাগাতে পারে বিরোধীরা সেটা দেখার। গোয়ায় এতদনি লড়াইটা সরাসরি বিজেপি-কংগ্রেসের মধ্যেই হত। এবার সেখানে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি কতটা কামড় বসাতে পারে সেটাই দেখার। বিশেষজ্ঞমহলের ধারনা পশ্চিম গোয়ায় অন্তত ৩টি আসনে জেতার মত অবস্থায় আছে আপ। আপ বেশ কয়েক বছর ধরেই রাজ্যে কাজ করছে। সেই সুফল তারা কতটা পায় সেটা দেখার। আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণে মৃত্যু হচ্ছে, হালকা ভাবে নিলে খেসারত দিতে হবে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তবে গোয়ার রাজনীতিতে ঝড় তুলে তৃণমূলের উদয় হওয়ার পর আম আদমি পার্টি কিছুটা চাপে পড়ে যায়। দল বদলের রাজনীতিতে আপকে টেক্কা দেয় তৃণমূল। তবে তৃণমূলের সঙ্গে কোনওরকম জোটে না গিয়ে একাই রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নেয় কেজরির দল।