IAF Proposal For 33 New fighter Aircraft: রাশিয়ার থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব সরকারকে দিচ্ছে বায়ুসেনা

চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই আরও যুদ্ধবিমান কেনার কথা সরকারকে জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF)। রাশিয়ার (Russia) থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে সংবাদসংস্থা ANI। এই ৩৩ টি যুদ্ধবিমানের মধ্যে ২১টি মিগ-২৯ এস (MiG-29 s) , ১২টি সুখোই ৩০ এমকেআই (Sukhoi Su-30MKI)।

ফাইল ফোটো (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ জুন: চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই আরও যুদ্ধবিমান কেনার কথা সরকারকে জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF)। রাশিয়ার (Russia) থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে সংবাদসংস্থা ANI। এই ৩৩ টি যুদ্ধবিমানের মধ্যে ২১টি মিগ-২৯ এস (MiG-29 s) , ১২টি সুখোই ৩০ এমকেআই (Sukhoi Su-30MKI)।

সরকারি এক সূত্র বলেছেন, "বায়ুসেনা এনিয়ে কাজ করছিল। বিষয়টি গতি পেয়েছে। ৬ হাজার কোটি টাকার এই প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রকের কাছে রাখা হবে অনুমোদনের জন্য। সামনের সপ্তাহেই একটি বৈঠক রয়েছে। সেখানেই এই প্রস্তাব রাখা হবে।" আরও পড়ুন: India-China Standoff: লাদাখ সীমান্তে হামলার জবাব? চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়ার

জানাা যাচ্ছে, বিগত কয়েক বছরে বায়ুসেনা বেশ কয়েকটি সুখোই যুদ্ধবিমান হারিয়েছে। তার জন্যই নতুন করে ১২টি কেনা হবে। এর আগে ভারত রাশিয়ার থেকে ২৭২টি সুখোই যুদ্ধবিমান কেনে ভারত। ১০-১৫ বছর ধরে এই বিমান সরবরাহ করা হয়েছে। অন্যদিকে রাশিয়া ভারতকে মিগ-২৯ এস বিমান কেনার জন্য প্রস্তাব দিয়েছে।