PIB Fact Check: লকডাউনে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে কোভিড-১৯ রিচার্জ, হোয়াটসঅ্যাপ মেসেজকে ভুয়ো বলল পিআইবি-র ফ্যাক্ট চেক
প্রতিটি মোবাইল নেটওয়ার্ক সংস্থা তার গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে গ্রাহকরা মহামারীর সময় ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। এই বার্তাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে। এমনকী এই ভাইরাল বার্তার সঙ্গে একটি লিংকও জুড়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ১৭ মে পর্যন্ত এই লিংক-এই মিলবে কোভিড-১৯ রিচার্জ (COVID-19 Recharge) অফার। যখন দেশজুড়ে চলা লকডাউন বন্ধ হবে বলে মনে হচ্ছে। ভাইরাল বার্তায় লেখা আছে, “১৭ মে পর্যন্ত লকডাউন যেদিন থেকে বাড়ানো হয়েছে। সেদিনই সমস্ত মোবাইল সংস্থাগুলি গ্রাহকদের সুবিধার্থে বিনামূ্ল্যে ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছে। যাতে গ্রাহকরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।”
নতুন দিল্লি, ৬ মে: প্রতিটি মোবাইল নেটওয়ার্ক সংস্থা তার গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে গ্রাহকরা মহামারীর সময় ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। এই বার্তাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে। এমনকী এই ভাইরাল বার্তার সঙ্গে একটি লিংকও জুড়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ১৭ মে পর্যন্ত এই লিংক-এই মিলবে কোভিড-১৯ রিচার্জ (COVID-19 Recharge) অফার। যখন দেশজুড়ে চলা লকডাউন বন্ধ হবে বলে মনে হচ্ছে। ভাইরাল বার্তায় লেখা আছে, “১৭ মে পর্যন্ত লকডাউন যেদিন থেকে বাড়ানো হয়েছে। সেদিনই সমস্ত মোবাইল সংস্থাগুলি গ্রাহকদের সুবিধার্থে বিনামূ্ল্যে ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছে। যাতে গ্রাহকরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।”
হিন্দিতে থাকা এই মেসেজের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে, বিশদে জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন ও বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা নিন। এদিকে মেসেজ ভাইরাল হতেই সত্যতা যাচাইয়ে আসরে নামে পিআইবি। ফ্যাক্ট চেক করে জানা যায়, মেসেজটি ভুয়ো। এবং সঙ্গে থাকা লিংকটিও কোনও প্রকৃত ওয়েবসাইটের নয়। আরও পড়ুন- India's COVID-19 Count: মঙ্গলবার ভারতে মোট করোনা আক্রান্ত ৫০ হাজার ছুঁই ছুঁই, মৃত ১ হাজার ৬৯৪
এরপরেই পিআইবি ফ্যাক্ট চেকের তরফে একটি টুইট প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, “ভাইরাল মেসেজটি মিথ্যে, সঙ্গের লিংকটি ভুয়ো। টেলিকমিউনিকেশন দপ্তরের তরফে এমন কোনও নির্দেশিকা জারি হয়নি।” করোনাভাইরাসকে কেন্দ্র করে ভুয়ো খবরে উপচে পড়েছে সোশ্যাল মিডিয়া। এই মর্মে ইউজারদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, টুইটার, ফেসবুক ও হোয়টসঅ্যাপে আসা সব খবরে বিশ্বাস করবেন না। করোনাভাইরাস সংক্রান্ত লেটেস্ট খবর পেতে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে চোখ রাখুন। প্রয়োজনে লেটেস্টলির ওয়েবসাইটও ফলো করতে পারেন।