Bharat Bandh Today: GST, জ্বালানি তেলের মূল্যবদ্ধির প্রতিবাদে আজ ভারত বনধ, কী কী পরিষেবা অমিল জানুন

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে আজ ভারত বনধ। শুক্রবার দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত বাজার। মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নতু ই-ওয়ে বিল ও জিএসটির প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংস্থা এই বনধকে সমর্থন জানিয়েছে।

বনধ/ প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে আজ ভারত বনধ। শুক্রবার দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত বাজার। মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নতু ই-ওয়ে বিল ও জিএসটির প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংস্থা এই বনধকে সমর্থন জানিয়েছে। এই বনধের জেরে __ আরও পড়ুন-WB Assembly Elections 2021: আসন্ন বিধানসভা নির্বাচনে মঙ্গলকোট নয়, মমতার কাছে দরবার সিদ্দিকুল্লার



@endif