Parliament Canteen New Rates: এবার থেকে সংসদের ক্যান্টিনে ৩ টাকায় রুটি ও ৭০০ টাকায় আমিষ বুফে, দেখে নিন রেটচার্ট
আসন্ন বাজেট সেশনের আগেই সংসদ ক্যান্টিনে (Parliament canteen) খাদ্যতালিকার দাম বেড়ে গেল। তৈরি হল নতুন রেটচার্ট। সরকার সংসদের ক্যান্টিনকেযে ভর্তুকি দিত সম্প্রতি তা বন্ধ হয়ে গিয়েছে। তারপরেই একলাফে বেড়ে গেল ক্যান্টিনের খাবারের দাম। সেই নতুন দামের তালিকায় সবথেকে কম টাকায় মিলবে রুটি। সংসদের ক্যান্টিন থেকে একটা রুটি কিনতে খরচ হবে তিনটাকা। সেই সঙ্গে আমিষ বুফে খেতে হলে পকেট থেকে খসবে ৭০০ টাকা। নিরামিশ বুফের মূল্য নির্ধারণ হয়েছে ৭০০ টাকা। চলতি মাসের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংসদের ক্যান্টিনে খাবার পরিবেশন বাবদ যে ভর্তুকি মিলত তা বন্ধ হচ্ছে।
নতুন দিল্লি, ২৮ জানুয়ারি: আসন্ন বাজেট সেশনের আগেই সংসদ ক্যান্টিনে (Parliament canteen) খাদ্যতালিকার দাম বেড়ে গেল। তৈরি হল নতুন রেটচার্ট। সরকার সংসদের ক্যান্টিনকেযে ভর্তুকি দিত সম্প্রতি তা বন্ধ হয়ে গিয়েছে। তারপরেই একলাফে বেড়ে গেল ক্যান্টিনের খাবারের দাম। সেই নতুন দামের তালিকায় সবথেকে কম টাকায় মিলবে রুটি। সংসদের ক্যান্টিন থেকে একটা রুটি কিনতে খরচ হবে তিনটাকা। সেই সঙ্গে আমিষ বুফে খেতে হলে পকেট থেকে খসবে ৭০০ টাকা। নিরামিশ বুফের মূল্য নির্ধারণ হয়েছে ৭০০ টাকা। চলতি মাসের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংসদের ক্যান্টিনে খাবার পরিবেশন বাবদ যে ভর্তুকি মিলত তা বন্ধ হচ্ছে। এবার থেকে ITDC নামের এক সংস্থার তত্ত্বাবধানে টলবে সংসদের ক্যান্টিন। আরও পড়ুন-US Female Soldiers: মার্কিন মহিলা সেনানিরা লম্বা চুলে পনিটেল বাঁধতে পারেন, হতে পারেন ন্যাড়া
অন্তর্বর্তীকালীন এক নির্দেশিকায় জানানো হয়, ২৭ জানুয়ারি থেকে সংসদের ক্যান্টিনে আমিষ নিরামিশ মিলিয়ে মোট ৫৮ রকম পদের খাবার পাওয়া যাচ্ছে। তবে নতুন ব্যবস্থাপনায় কয়েকটি নতুন পদও ক্যান্টিনের খাদ্য তালিকায় জুড়েছে। যেমন মাছ, চিপস, মেডুবড়া, মটন কাটলেন, ওমলেট, মশালা পুরি এবং উত্তাপম। সাধারণ অধিবেশন চলাকালীন প্রতিদিন সংসদের ক্যান্টিনে অন্তত চার হাজার ৫০০ জন খান।