Ganesh Chaturthi 2021: গণেশ উৎসবে করমর্দনের আগে বন্ধুকে জিজ্ঞাসা করুন কোভিড টিকা নিয়েছেন কি না, পরামর্শ প্রমোদ সাওয়ান্তের
মহামারী প্রতিরোধে কোভিড প্রতিষেধকের গুরুত্ব ঠিক কতটা তা রাজ্যবাসীকে বুঝিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant)৷ তিনি বলেন, আসন্ন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2021) উপলক্ষে আত্মীয় বন্ধুর সঙ্গে করমর্দনের (Shaking Hands) মাধ্যমে শুভেচ্ছা জানানোর আগে একবার জেনে নিন বিপরীত দিকের মানুষটির কোভিড টিকাকরণ (COVID-19 Vaccination) হয়েছে কি না৷
পানাজি, ৭ সেপ্টেম্বর: মহামারী প্রতিরোধে কোভিড প্রতিষেধকের গুরুত্ব ঠিক কতটা তা রাজ্যবাসীকে বুঝিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant)৷ তিনি বলেন, আসন্ন গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2021) উপলক্ষে আত্মীয় বন্ধুর সঙ্গে করমর্দনের (Shaking Hands) মাধ্যমে শুভেচ্ছা জানানোর আগে একবার জেনে নিন বিপরীত দিকের মানুষটির কোভিড টিকাকরণ (COVID-19 Vaccination) হয়েছে কি না৷ হিমাচল প্রদেশের মতো গোয়াতেও যে কোভিড টিকাকরণে প্রথম ডোজের ব্যবহার সম্পূর্ণ হয়েছে তা মনে করাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, রাজ্যের ১০০ শতাংশ বাসিন্দা কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন৷
তাই তিনি বলেন, “গণেশ চতুর্থীতে বন্ধুর সঙ্গে করমর্দনের আগে জেনে নিন, তিনি টিকা নিয়েছেন কি না৷ এটাই জরুরি৷ করমর্দনের আগে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করে নিন৷ যদি এমন প্রশ্ন আমরা জনে জনে করার জায়গায় চলে আসি৷ তাহলেই এর মাধ্যমে সচেতনতা বাড়বে৷ বার্তালাপ অনেকটা এরকম হবে- কেমন আছেন? খাওয়া হয়েছে? এবার জিজ্ঞাসা করুন তিনি টিকা নিয়েছেন কি না৷ আমার ইতিমধ্যেই কোভিড টিকার প্রথম ডোজ ১০০ শতাংশ সম্পূর্ণ করতে পেরেছি৷ প্রায় ১১.৫০ লক্ষ মানুষ রয়েছে রাজ্যে৷ এই রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের টিকা দেওয়া হয়েছে৷ সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার৷ একইভাবে আমাদের রাজ্যের বাসিন্দা না হয়েও প্রায় ৪০-৫০ হাজার লোক এখানে থাকে৷ তবু জনগণনায় তাঁদের নাম রয়েছে৷ আমার ১০০ শতাংশ টিকাকরণ ঘোষণা না করলেও হিমাচল প্রদেশ করেছে৷ কারণ আমাদের সঙ্গে সরকারি জনগনণার হিসেবের পার্থক্য রয়েছে৷” প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টি যে অনেকেই অবহেলা করছেন তানিয়ে চিন্তিত প্রমোদ সাওয়ান্ত৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার খেয়াল, দিনভর বর্ষণ মুখর রাজ্য
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখেছি অনেকেই দ্বিতীয় ডোজ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না৷ দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ২০ শতাংশ জনগণ টিকাকরণের নির্ধারিত দিনে অনুপস্থিত থেকেছে৷ এটা ঠিক হচ্ছে না৷ জনগণের কাছে আমাদের একটাই অনুরোধ, টিকা নিন৷”