Tirupati Row: তিরুপতিতে লাড্ডু বিতর্কের পর এই মন্দির কর্তৃপক্ষের বড় পদক্ষেপ
তিরুপতিতে (Tirupati) লাড্ডু (Laddu) বিতর্কের পর এবার সাবধানী পদক্ষেপ লখনউয়ের এক মন্দিরের। লখনউয়ের মনকামেশ্বর মন্দিরে বন্ধ করে দেওয়া হল বাইরে থেকে আনা প্রসাদ। দর্শনার্থীরা বাইরে থেকে কোনও প্রসাদ ঈশ্বরকে সমর্থন করতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে লখনউয়ের ওই মন্দিরের তরফে। প্রসঙ্গত তিরুপতিতে দিনে যে প্রায় সাড়ে ৩ লক্ষ লাড্ডু তৈরি করা হয়, সেখানে কয়েক লক্ষ কেজি ঘি (Ghee) লাগে। তিরুপতির লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয়, সেখানে গরু, শুয়োরের চর্বি, মাছের তেল থাকে। সম্প্রতি একটি ল্যাব রিপোর্ট প্রকাশ করে এমনই দাবি কা হয় টিডিপির তরফে। তিরুপতির লাড্ডুর ঘিয়ে পশুর চর্বি মেশানোর কথা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় জোর শোরগোল।
বাইরে থেকে আনা প্রসাদ চড়ানো যাবে না লখনউয়ের মন্দিরে...