Bihar : নীতিশের ইস্তফার পরেই বিহার বিধান মন্ডলে নেতা নির্বাচিত হলেন সম্র্রাট চৌধুরী
রবিবার সন্ধ্যেবেলায় নতুন করে শপথ গ্রহন শুরু হবে সরকার গঠনের জন্য
বিহারের নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর রাজনৈতিক ভাবে শুরু হয়েছে তরজা। তবে এর মধ্যেই বিজেপির তরফে শুরু হয়েছে ঘুটি সাজানোর কাজ। প্রথমেই যে কাজটি করা হয়েছে সেটি হল বিহার বিধান মন্ডলে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে সম্রাট চৌধুরীকে (Samrat Chowdhury) এবং বিজয় কুমার সিনহাকে (Vijay Kumar Sinha) করা হয়েছে ডেপুটি লিডার।
এছাড়া দলের পক্ষ থেকে জানা গেছে যে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে উপমুখ্যমন্ত্রী করা হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার।রবিবার সন্ধ্যেবেলায় রাজভবনে শপথগ্রহন অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
নীতিশ কুমারের ইস্তাফার পরেই বিরোধীদের প্রতিক্রিয়া এমনটা যে হবে তা আগে থেকে সবাই জানত। নীতিশ কুমারের দল বদলের প্রক্রিয়া যে নতুন নয় তা কারোর অজানা ছিল না। তবে এর মধ্যে দিয়ে বিহারে মহাগঠবন্ধনের যে আশাটুকু ছিল তাও নিভে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।