COVID-19 : পিপিই কিট পরে বিয়ের আসরে বর-কনে, ভাইরাল ভিডিয়ো

পিপিই কিট পরে বিয়ের আসরে বর-কনে

ভোপাল, ২৭ এপ্রিল :  পিপিই কিট পরে বিয়ের পিঁড়িতে বসলেন বর-কনে। মধ্যপ্রদেশের সেই ছবি প্রকাশ্য আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

জানা যাচ্ছে, গত ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন মধ্যপ্রদেশের (MP) রতলামের এক বাসিন্দা। ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর কীভাবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে ধ্বন্দে পড়ে যান তাঁরা। সমস্ত ধ্বন্দ কাটিয়ে ২৬ এপ্রিল করোনায় (COVID 19) আক্রান্ত কনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁর হবু বর। পিপিই কিট (PPE Kit) পরে,সাতপাক ঘুরে বিয়ে সারেন মধ্যপ্রদেশের ওই জুটি।

আরও পড়ুন : Maldives suspends Indian Tourists : করোনার প্রকোপে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ মালদ্বীপে, তারকাদের কটাক্ষ নেট জনতার

দেখুন ভিডিয়ো...

 

স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। সাতপাক ঘোরা থেকে মালা বদল, নির্দিষ্ট নিয়ম মেনেই সম্পন্ন হয় সবকিছু। রতলামের তহশিলদার নভীন গর্গ জানান, বিয়ের কনে (Groom) করোনায় আক্রান্ত বলে শুনেছিলেন তিনি। ওই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, পিপিই কিট পরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেখানে হাজির বর, কনের বাড়ির লোক এবং কয়েকজন পুলিশ কর্মী। পিপিই কিট পরে বিয়ের আসনে হাজির হওয়ায় সংক্রমণ কারও মধ্যে ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বলেই পুলিশ (Police) ওই বিয়ের নির্দেশ দেয় বলে জানা যায়।



@endif