Abhishek Banerjee in Tripura: 'আগামী দেড় বছরে ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল', চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক
ত্রিপুরা সফরে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলা, 'গো-ব্যাক' স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। মন্দিরে পুজো দিয়ে এসে বিজেপিকে নিশানা করেন অভিষেক।
আগরতলা, ২ অগাস্ট: ত্রিপুরা (Tripura) সফরে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে অভিষেকের গাড়িতে হামলা, 'গো-ব্যাক' স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। মন্দিরে পুজো দিয়ে এসে বিজেপিকে নিশানা করেন অভিষেক।
ত্রিপুরাতে তাঁর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে সভায় তিনি বলেন,"ত্রিপুরায় অতিথি দেব ভবঃ-র নামে যে ঘটনা ঘটেছে, সবাই দেখেছে। । মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাতে না পৌঁছতে পারি, তার জন্য বিজেপি সবরকম চেষ্টা করেছে।" তিনি আরও বলেন,"ত্রিপুরার মানুষকে স্বাধীন করতে দৃঢ়ভাবে এগোবে তৃণমূল। মানুষ হাত নেড়ে দোকান থেকে এসে আশীর্বাদ করছে। দায়িত্ব নেওয়ার পর অন্য রাজ্যে পা রেখেছি। বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের উদাহরণ সবাই দেখতে পেয়েছে।" আরও পড়ুন, ত্রিপুরা সফরের আগেই ছিঁড়ল অভিষেক-মমতার হোর্ডিং, উত্তপ্ত আগরতলা
ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন,"লড়াই আজ থেকে শুরু হল। আজকের তারিখ লিখে রাখুন, আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়বে তৃণমূল। বিপ্লব দেব ও বিজেপির ক্ষমতা থাকলে আটকে দেখাক।" বিজেপিকে তাঁর আরও হুঁশিয়ারি, "ধমকে চমকে লাভ হবে না। এসব তৃণমূলকে আরও তাতাবে।"
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফর ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে গোটা ত্রিপুরা৷ এদিন আগরতলা বিমানবন্দরে নেমে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে যান অভিষেক৷ পথেই তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো থেকে শুরু করে ওঠে গো-ব্যাক স্লোগানও৷ এমনকী তৃণমূল সাংসদের গাড়ির উপরে হামলাও হয়৷ মন্দিরে যাওয়ার পথের পাশে বিজেপির কর্মী সমর্থকরা ভিড় করে স্লোগান দিতে থাকে৷ সঙ্গে গাড়ির কাচে পড়তে থাকে লাঠির বাড়ি৷