Manish Sisodia: রাজনৈতিক স্বার্থে CBI-কে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে বড় প্রতিবাদে আপ
মণীশ সিসোদিয়া-র বিরুদ্ধে ওঠা দুর্নীতি, সিবিআইয়ের লুক আউট জারি, ও তাঁর বাড়ির তল্লাশি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি।
নতুন দিল্লি, ২৭ অগাস্ট: মণীশ সিসোদিয়া-র বিরুদ্ধে ওঠা দুর্নীতি, সিবিআইয়ের লুক আউট জারি, ও তাঁর বাড়ির তল্লাশি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। যে কোনওদিন গ্রেফতার হতে পারেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী মণীশ সিসোদিয়া। মণীশের দুর্নীতি নিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে বড় বিক্ষোভ করেছে বিজেপি। এবার বিজেপি-র ওপর পাল্টা চাপ দিতে দিল্লিতে বড় অবস্থান বিক্ষোভ করল কেজরিওয়ালের আম আদমি পার্টি।
আপ-এর কাছে ভোটে হারের প্রতিশোধ নিতে, জাতীয়স্তরের নেতা হয়ে ওঠা কেজরিওয়ালের স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত করতে সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করার চেষ্টা হচ্ছে বলে, বিজেপি-র অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন আপ কর্মী-সমর্থকরা। আপ-এর বিক্ষোভে, নরেন্দ্র, অমিত শাহ-র বিরুদ্ধে স্লোগান উঠল। আরও পড়ুন-দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত
দেখুন ভিডিও
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ, ২০২১-২২ অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করে অর্থ রোজগার করেছেন৷ অবিযোগ উড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলছে আপ।