Uttar Pradesh: বরেলিতে গ্রেপ্তার সন্দেহভাজন আলকায়দা জঙ্গি, ধৃতকে ট্রানজিট রিমান্ডে লখনউতে আনা হচ্ছে

উত্তরপ্রদেশের বরেলিতে গ্রেপ্তার সন্দেহভাজন আলকায়দা (Al-Qaeda) জঙ্গি সংগঠনের এক কর্মী। বৃহস্পতিবার এটিএস-এর কাছে খবর আসে বরেলিতে আলকায়দার মদতপুষ্ট একজন স্থানীয় তরুণদের প্রভাবিত করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলছে দল তৈরির কাজ। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মহম্মদ সোয়েব ওরফে আবু মহম্মদ আলি। লখনউ থেকে এটিএস টিম যখন স্থানীয় থানার পুলিশকর্তা মনজিত সিংকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি চালাতে আসে তখন দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা। নাম ইনামুল হক(২৮)। সে তার ভাইয়ের সঙ্গে ওই বাড়িতে থাকে। ইনামুল হক বেকার, সে বাড়িতে বসেই বিভিন্ন নামে প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালায় লখনউ এটিএস তার বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেছে।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

বরেলি, ১৯ জুন: উত্তরপ্রদেশের বরেলিতে গ্রেপ্তার সন্দেহভাজন আলকায়দা (Al-Qaeda) জঙ্গি সংগঠনের এক কর্মী। বৃহস্পতিবার এটিএস-এর কাছে খবর আসে বরেলিতে আলকায়দার মদতপুষ্ট একজন স্থানীয় তরুণদের প্রভাবিত করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলছে দল তৈরির কাজ। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মহম্মদ সোয়েব ওরফে আবু মহম্মদ আলি। লখনউ থেকে এটিএস টিম যখন স্থানীয় থানার পুলিশকর্তা মনজিত সিংকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি চালাতে আসে তখন দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা। নাম ইনামুল হক(২৮)। সে তার ভাইয়ের সঙ্গে ওই বাড়িতে থাকে। ইনামুল হক বেকার, সে বাড়িতে বসেই বিভিন্ন নামে প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালায় লখনউ এটিএস তার বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেছে। আরও পড়ুন-AAP, RJD: চিন প্রশ্নে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত নয় আরজেডি, আপ; টুইটারে প্রশ্ন তুললেন তেজস্বী যাদব

এটিএস টিমের এক সদস্য জানান, তল্লাশিতে এমন কিছু তথ্য হাতে এসেছে তাতে ধৃত ইমানুল হকের সঙ্গে আলকায়দা যোগ স্পষ্ট। সে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এলাকার তরুণদের সন্ত্রাসের প্রতি আকৃষ্ট করছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ইনামুল হককে ট্রানজিট রিমান্ডে লখনউতে নিয়ে আসা হচ্ছে। বেশকিছু আপত্তিকর লেখা ইনামুলে মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে, যার সঙ্গে আলকায়দার যোগসূত্র রয়েছে। বিস্তারিত তদন্তের জন্য মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।