Mathura Encounter: জেল থেকে পালাতে গিয়ে পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি

Representational Image (Photo Credits: Pixabay)

ভোটের আবহে যোগীরাজ্যে হল পুলিশ ও দুষ্কৃতির গুলির লড়াই। জানা যাচ্ছে, মথুরার (Mathura) জেল থেকে এক ব্যক্তি পালিয়েছিল গত কয়েকদিন আগে। পলাতক ব্যক্তি ছিল ধর্ষণ ও এক মহিলাকে লুঠ করার অভিযোগে অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার রাতে তাঁর হদিশ পেতেই তল্লাশি অভিযান শুরু করা হয়। আর সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই অভিযুক্তের। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মথুরার সিনিয়র পুলিশ সুপার শৈলেশ পাণ্ডে জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্ত মনোজ ওরফে উত্তম কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছিল। তাঁর খোঁজের জন্য পুলিশ তরফ থেকে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। অর্থাৎ তাঁর মাথার দাম বেধে দিয়েছিল পুলিশ প্রশাসন। অবশেষে গতকাল রাতে সন্ধান মেলে তাঁর। এরপর পুলিশ ধাওয়া করলে তাঁদের ওপর গুলি চালায় মনোজ। আর তখনই পাল্টা হামলায় গুলি লাগে তাঁর। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে দুষ্কৃতিদের এনকাউন্টার করার ঘটনা নতুন নয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হওয়ার পর ছোট বড় একাধিক গ্যাংস্টার ও দুষ্কৃতির ওপর এনকাউন্টার করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। যদিও এই নিয়ে নীরব রাজ্য প্রশাসন।