7th Pay Commission Diwali Bonanza 2019: কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ছে ৫%, জানেন কোন ধরনের কর্মচারীরা এই দিওয়ালি উপহার পাবেন

7th Pay Commission Diwali Bonanza 2019: দিওয়ালির আগে সুখবর। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৫% বাড়ল। দিওয়ালির উপহার হিসেবে গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রেডের নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৯ অক্টোবর: 7th Pay Commission Diwali Bonanza 2019: দিওয়ালির আগে সুখবর। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫% বাড়ল। দিওয়ালির উপহার হিসেবে গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রেডের নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে।  সরকারী কর্মচারীদের এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash K Javadekar)। এই ঘোষণার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও ৬২ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।

নন প্রোডাক্ট লিঙ্কড বোনাস (Non-Product Linked Bonus) বা  NLPB-র আওতায় দিওয়ালি উপহার হিসেবে এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন বয়কটের কথা ঘোষণা কংগ্রেসের

এই বিষয়ে বলতে গিয়ে এজি ব্রাদারহুডের প্রাক্তন চেয়ারম্যান হরিশঙ্কর তিওয়ারি জানান, উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকার 'নন রিলেটেড পারফরম্যান্স বোনাস' (NLPB)-দেবে। এবারের বোনাস হল ৩০.৪ দিনের মাইনে এবং সেটা আসবে ৬,৯০০ টাকা। এবারের বোনাসের ব্যাপ্তি বাড়িয়ে 'সেন্ট্রাল আর্মড ফোর্স'(Central Armed Forces) এবং 'প্যারা মিলিটারি ফোর্স'(Para Military Forces)-এর কর্মীদেরও দেওয়া হবে। সেন্ট্রাল আর্ম ফোর্স ও প্যারা মিলিটারে ফোর্সের কর্মীরা ৭ হাজার টাকা বোনাস পাবেন। ৪ অক্টোবরের অর্ডার অনুষায়ী, এমন ধরনের কেন্দ্রীয় সরকারী কর্মচারী যারা ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত সার্ভিসে আছেন এবং ২০১৮-১৯ এর মধ্যে তাদের সার্ভিসের ৬ মাস পূর্ণ করেছেন তারা অ্যাড-হক বোনাস পাবেন। এমন কথাই তিওয়ারি জানা। অ্যাড-হক বোনাসের হিসাব হল (৭,০০০X৩০)/৩০.৪ = ৬৯০৭.৮৯