Visa Fraud Case: ভিসা নিয়ে প্রতারণা! ফ্রান্স দূতাবাসের প্রাক্তন ২ কর্মী-সহ ৬ জনকে গ্রেফতার করল CBI

ভিসা নিয়ে প্রতারণা করার জেরে নয়াদিল্লিতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের ভিসা বিভাগের দুই প্রাক্তন কর্মী-সহ ৬ জনকে গ্রেফতার করল সিবিআই।

প্রতীকী ছবি

নয়াদিল্লি: ভিসা (Visa) নিয়ে প্রতারণা (fraud) করার জেরে নয়াদিল্লিতে (New Delhi) অবস্থিত ফ্রান্স দূতাবাসের (Embassy of France) ভিসা বিভাগের (Visa Department) দুই প্রাক্তন কর্মী-সহ ৬ জনকে গ্রেফতার করল সিবিআই (Central Bureau of Investigation)। ধৃতদের নাম শুভম সোকিন (Shubham Shokeen), আরতি মণ্ডল (Aarti Mandal), নভজ্যোত সিং (Navjot Singh), চেতন শর্মা (Chetan Sharma), সতীন্দর সিং পুরেওয়াল (Satwinder Singh Purewal), মনপ্রীত সিং (Manpreet Singh)।

সিবিআই সূত্রে জানা গেছে, শুভম ও আরতি নয়াদিল্লিতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের ভিসা বিভাগে কাজ করত। শুক্রবার ওই দুই কর্মী ও বাকি চারজনের নামে ভিসা প্রতারণার মামলা দায়ের করা হয়। আরও পড়ুন: Bilawal Bhutto Zardari: প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য, পাকিস্তানের বিলাবলের বক্তব্যকে 'অসভ্য' বলল দিল্লি

ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, নয়াদিল্লির ফ্রান্স দূতাবাসের ভিসা বিভাগে কাজ করার সময় অন্য অভিযুক্তের সঙ্গে মিলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে মে মাসের ৬ তারিখ পর্যন্ত তারা একাধিক ভিসার ক্ষেত্রে প্রতারণা করেছে।

আরও জানা গেছে, পাঞ্জাব ও জম্মু থেকে ভিসার জন্য আবেদন করা মানুষকে বেঙ্গালুরু একটি বেসরকারি কোম্পানি থেকে বেঙ্গালুরুতে অবস্থিত ফ্রান্সের হাই উপ কমিশনারকে পাঠানো হত। তাতে ওই ব্যক্তিদের ফ্রান্সের পোর্ট-লে-হাভ্রে এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজের নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করা থাকত। যা সম্পূর্ণ নকল হত। আর এভাবে প্রতিটি ভিসা জোগাড় করে দেওয়ার জন্য আবেদনকারীদের থেকে ৫০ হাজার টাকা করে নিত অভিযুক্তরা। যা সম্পর্কে ঘুণাক্ষরেও জানতে পারতেন না ফ্রান্স দূতাবাসের ভিসা বিভাগের প্রধান। আবেদনকারীরা ভিসা পাওয়ার পরে ফ্রান্স দূতাবাসে জমা দেওয়া নকল কাগজপত্র নষ্ট করে দিত অভিযুক্ত দুই কর্মী। আরও পড়ুন: Madhya Pradesh Shocker: মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পড়ুয়ার