Heroin recovered from Pakistani boat: গুজরাটে পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার ৩৫০ কোটির হেরোইন, ধৃত ৬

গুজরাটের আন্তর্জাতিক জলসীমান্তের কাছ থেকে ফের আটক হল হেরোইন বোঝাই পাকিস্তানি নৌকা। ভারতীয় কোস্টগার্ড ও গুজরাট এটিএসের যৌথ অভিযানের ফলে গ্রেপ্তার হয়েছে ওই নৌকাতে থাকা ৬ জন ব্যক্তিও।

Photo Credit_Twitter(ANI)

আমেদাবাদ: গুজরাটের (Gujarat) আন্তর্জাতিক জলসীমান্তের কাছ থেকে ফের আটক হল হেরোইন বোঝাই পাকিস্তানি নৌকা (Pakistani boat)। ভারতীয় কোস্টগার্ড (Indian Coast Guard) ও গুজরাট এটিএসের (ATS Gujarat) যৌথ অভিযানের (joint ops) ফলে গ্রেপ্তার হয়েছে ওই নৌকাতে থাকা ৬ জন ব্যক্তিও।

শনিবার এপ্রসঙ্গে ভারতীয় কোস্টগার্ডের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ৮ অক্টোবর ভোরে কোস্টগার্ড ও গুজরাট এটিএসের তরফে যৌথ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জলসীমান্তের (International Maritime Boundary Line) খুব কাছ থেকে একটি পাকিস্তানি নৌকা আটক করা হয়েছে। নৌকাটি থেকে ৩৫০ কোটি টাকা মূল্যের ৫০ কেজি হেরোইন (heroin) বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার হয়েছে ৬ জন নাবিক। ধৃতদের জেরা করার পাশাপাশি পরবর্তী তদন্তের জন্য নৌকাটিকে জাখাউতে নিয়ে যাওয়া হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে গত একবছরে এই নিয়ে কোস্টগার্ড ও গুজরাট এটিএস ৬ বার যৌথ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। গত ১৪ সেপ্টেম্বরই ২০০ কোটি টাকা বাজার মূল্যের ৪০ কেজি হেরোইন-সহ একটি পাকিস্তানি নৌকাকে আটক করা হয়েছিল। এরপর একমাসের মধ্যেই ফের সাফল্য পাওয়া গেল।