COVID Patients Die : অক্সিজেনের অভাব, প্রাণ গেল ৫ করোনা রোগীর
দিল্লি, ২৬ এপ্রিল : ফের অক্সিজেনের (Oxygen) সঙ্কটে মৃত্যু হল ৫ করোনা রোগীর। দিল্লি, মহারাষ্ট্রের পর এবার হরিয়ানার হিসারে। অক্সিজেনের ঘাটতিতে মৃত্যু হল ৫ করোনা (Corona) রোগীর। এমনই দাবি করা হয়েছে মৃতদের পরিবারের তরফে। অক্সিজেনের অভাবে মৃত্যু, এই নিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয় ঘটনা হরিয়ানায় (Haryana)।
জানা যাচ্ছে, হিসারের (Hisar) ওই হাসপাতালে (Hospital) অক্সিজেনের অভাবে ৩ রোগীর মৃত্যু হয় আইসিইউতে (ICU)। বাকি ২ জনে জেনারেল ওয়ার্ডে। রেওয়ারির এক হাসপাতালের আধিকারিক জানান, বেশ কয়েকদিন ধরেই প্রশাসনিক আধিকারিকদের এ বিষয়ে জানানো হচ্ছিল কিন্তু কেউ কোনও কথা কালে তোলেননি।
আরও পড়ুন : Salman Khan : গরিবের 'মসিহা', কোভিড যোদ্ধাদের জন্য খাবার গোছাচ্ছেন সলমন খান
হিসারের ওই হাসপাতালে ৫ করোনা রোগীর মৃত্যুর পরপরই বিক্ষোভ দেখান মৃতদের পরিবারের সদস্যরা। কোভিড (COVID 19) যেভাবে বাড়ছে,তার জেরেই রাজ্যের অনেক হাসপাতালেই অক্সিজেনের সঙ্কট দেখা দিচ্ছে বলে করা হয় অভিযোগ।