Leopard Attack in Gujarat: চিতা বাঘের হামলায় মৃত্যু গুজরাটের ৩ বছরের শিশুর

মধ্যপ্রদেশ থেকে সপরিবারে গুজরাটে এসে শ্রমিকের কাজ করতেন নিহত শিশুর বাবা। এদিন আচমকাই তাঁর তিন বছরের শিশুর উপর হামলা করে চিতা বাঘটি। সাহায্যের জন্যে চিৎকার করেন বাবা।

Leopard (Photo Credits: Pixabay)

রাজকোট, ৩১ জানুয়ারিঃ চিতা বাঘের হামলায় প্রাণ গেল গুজরাট রাজকোট জেলার এক তিন বছরের শিশুর। সোমবার সন্ধ্যাবেলা রাজকোটের মারভাদা গ্রামে চিতা বাঘের হামলাটি হয়। হমালার কথা ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে গুজরাটের বন দপ্তর। চিতা বাঘটিকে ধরতে খাঁচা বসিয়েছে বন দপ্তর।

আরও পড়ুনঃ রাত করে বাড়ি ফেরায় স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়লেন স্ত্রী

মধ্যপ্রদেশ থেকে সপরিবারে গুজরাটে এসে শ্রমিকের কাজ করতেন নিহত শিশুর বাবা। এদিন আচমকাই তাঁর তিন বছরের শিশুর উপর হামলা করে চিতা বাঘটি। সাহায্যের জন্যে চিৎকার করেন বাবা। ছুটে আসেন অন্যান্য শ্রমিকরা। দূর থেকে চিতা বাঘটিকে তাড়িয়ে দেন সকলে মিলে। এরপর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু লাভ হল না। চিতা বাঘের হামলায় প্রাণ গিয়েছে একরত্তির। মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

পুলিশ সূত্রে খবর, চিতা বাঘটি পিছন থেকে হামলা করেছিল শিশুটির উপর। চিতার হামলার পর থেকে বাকি পরিযায়ী শ্রমিকরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন।