Karnataka Road Accident: গাড়ির সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত তিন পড়ুয়া
পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিন ছাত্রের নাম কার্তিক, বিবেক ও মোহন। আর তাঁদের সহপাঠী রুদ্র জখম হয়েছেন।
শিবমোগ্গা: লরির (Truck) সঙ্গে একটি গাড়ির (car) মুখোমুখি ধাক্কার (Collides) ফলে মৃত্যু হল তিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার (engineering students)। গুরুতর জখম (injured) হয়েছেন আরও একজন। রবিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি (accident) ঘটেছে কর্নাটকের (Karnataka) শিবমোগ্গায় (Shivamogga)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পাঁচটার সময় একটি গাড়িতে শিবমোগ্গা (Shivamogga) থেকে দাভানগেরে (Davangere) এলাকায় ফিরে যাচ্ছিলেন ২০ থেকে ২১ বছর বয়সী ইঞ্জিনিয়ারিংয়ের চার পড়ুয়া। শিবমোগ্গার কাল্লাপুরা (Kallapura) এলাকার কাছে অন্য একটি গাড়িকে ওভারটেক (overtake) করতে গিয়ে তাঁরা সোজাসুজি একটি লরিতে মুখোমুখি ধাক্কা মারেন। আরও পড়ুন: Palghar Shocker: পাশবিক! চলন্ত গাড়িতে মহিলাকে শ্লীলতাহানির সময় ধাক্কাধাক্কিতে মৃত ১০ মাসের শিশু
এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে ওই চার পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এর ফলে গুরুতর জখম ছাত্র এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন: Himachal Pradesh: মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখুর শপথগ্রহণে হাজির রাহুল-প্রিয়াঙ্কা, জন-সমুদ্রের হিমাচলের বিজয় মঞ্চে হাত না ছাড়ার শপথ
পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিন ছাত্রের নাম কার্তিক, বিবেক ও মোহন। আর তাঁদের সহপাঠী রুদ্র জখম হয়েছেন।