Jacqueline Fernandez: দেশ ছাড়ার অনুমতি নেই, দুবাই যাওয়ার আবেদন করে আদালতের দ্বারস্থ জ্যাকলিন
কাজের জন্য জ্যাকলিন যাতে দুবাইতে যেতে পারেন, তার অনুমতি দেওয়া হোক। এমন আবেদন জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন জ্যাকলিন। ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দুবাইতে চলবে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্স। সেখানে হাজির হতেই জ্যাকলিনকে দুবাইতে যেতে দেওয়া হোক বলে আবেদন জানান অভিনেত্রী।
মুম্বই, ২৫ জানুয়ারি: ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের ( Jacqueline Fernandez) । কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ এই মামলায় জড়িয়েছেন বলে অভিযোগ দায়ের করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যা নিয়ে একের পর এক শুনানি চলছে। মামলা চলাকালীন বলিউড অভিনেত্রী দেশ ছাড়তে পারবেন না বলে আদালতের তরফে জানানো হয়। যা নিয়ে এবার ফের দিল্লি আদালতের দ্বারস্থ জ্যাকলিন ফার্নান্ডেজ।
আরও পড়ুন: Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা, দিল্লি পুলিশের দফতরে জ্যাকলিন ফার্নান্ডেজ
কাজের জন্য জ্যাকলিন যাতে দুবাইতে যেতে পারেন, তার অনুমতি দেওয়া হোক। এমন আবেদন জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন জ্যাকলিন। ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দুবাইতে চলবে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্স। সেখানে হাজির হতেই জ্যাকলিনকে দুবাইতে যেতে দেওয়া হোক বলে আবেদন জানান অভিনেত্রী। জ্যাকলিন আদালতের দ্বারস্থ হলে, ইডির তরফেও উত্তর জানাতে সময় চেয়ে নেওয়া হয়। আগামী ২৭ জানুয়ারি জ্যাকলিনের দুবাই ভ্রমেণের আবেদনের শুনানি হবে বলে জানানো হয়।