Maharashtra: Whatsapp গ্রুপে হেনস্থা, অপমানে আত্মহত্যা প্রথম বর্ষের ছাত্রের
হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে লেগপুল! এরপর 'খারাপ' লাগার কথা বলতে গেলে সোজা ব্লক। সোশ্যাল মিডিয়ায় এমন ভাবেই হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করল বছর ১৮-র এক যুবক। পরিবারের তরফে জানা গিয়েছে, মাস মিডিয়া-র প্রথম বর্ষের ছাত্র ছিল সে। হোয়াটসঅ্যাপে গ্রুপে প্রকাশ্যে অপমান করার জন্যই অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে (Maharashtra)। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: হোয়াটসঅ্যাপ (Whatsapp) গ্রুপে লেগপুল! এরপর 'খারাপ' লাগার কথা বলতে গেলে সোজা ব্লক। সোশ্যাল মিডিয়ায় এমন ভাবেই হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করল বছর ১৮-র এক যুবক। পরিবারের তরফে জানা গিয়েছে, মাস মিডিয়া-র প্রথম বর্ষের ছাত্র ছিল সে। হোয়াটসঅ্যাপে গ্রুপে প্রকাশ্যে অপমান করার জন্যই অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে (Maharashtra)। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম ছিল "Namunee"। নিহত ছাত্রের এক বন্ধু গ্রুপটি তৈরি করেছিল গত বছরের জুলাইয়ে। বিতর্কিত একটি বিষয় নিয়ে গ্রুপে ঢুকছিল একের পর এক মেসেজ। সেই কথোপকথনেই আপত্তি জানিয়েছিল ওই যুবক। তখনই বাঁধে বিপত্তি। প্রকাশ্যে অপমান করে গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়। এমনকী যখন ব্যক্তিগতভাবে তাকে পুনরায় গ্রুপে অ্যাড করার জন্য গ্রুপ অ্যাডমিনের কাছে অনুরোধ করে ছেলেটি। সেই সময় তাকে আবার অপমান করে ব্লক করে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রুপের বাকি সদস্যদের বলেও কোনও লাভ হয়নি। যার জেরেই এই চরম পরিণতি বলে দাবি ছেলেটির পরিবারের। আরও পড়ুন: Delhi Violence: 'আরেকটা ১৯৮৪ হতে দিতে পারি না,' হিংসার শুনানিতে বলল দিল্লি হাইকোর্ট
ছেলেটির বাবার কথায়, "আমার ছেলে এমনিই ভীষণ শান্ত। ও ভেবেছিল যখন বন্ধুদের দরকার হবে তারপর আবার তাকে আনব্লক করে দেবে। কিন্তু সেটা হয়নি। গত দু'সপ্তাহ ধরে কলেজ যাওয়াও বন্ধ করে দিয়েছিল ও। আমরা বারবার জিজ্ঞেস করতাম কী হয়েছে। কিন্তু ও কোনও জবাবই দেয়নি।"