Representational Image (Photo Credit: File Photo)

আহমেদাবাদ, ১০ জুন: ভয়াবহ ঘটনা ঘটে গেল  গুজরাটে (Gujarat)। অঞ্জলি অল্পেশ ভারমোরা নামে এক মডেলের রহস্য মৃত্যু হয় গুজরাটে। ফ্লিল্যান্স মডেল হিসেবে কাজ করতেন অঞ্জলি অল্পেশ ভারমোরা। মডেল (Gujarat Model Death) হিসেবে কাজ করতেন বলে অঞ্জলি অল্পেশের সঙ্গে বেশ কিছু স্টুডিয়োরও যোগাযোগ ছিল ভালমত। এবার সেই মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা (Suicide) করেছেন অঞ্জলি। প্রাথমিকভাবে এমনই মনে করা হচ্ছে।

সুরাটের ডিসিপি জানান, সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে অঞ্জলি আব্গপ্লুত হয়ে পড়েন। আবেগে ভেসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও তাঁকে দেখা যায়। ৭ অথবা ৮ জুন অঞ্জলি আত্মহত্যা করেন বলে মনে করছে পুলিশ। পোশাকের বিজ্ঞাপনেই অঞ্জলিকে বেশি দেখা যেত বলে পুলিশ জানায়।

চলতি বছরেই অঞ্জলির বিয়ের কথা চলছিল। ফলে হঠাৎ করে অঞ্জলিকে কে খুন করল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে অঞ্জলির যাঁর সঙ্গে বিয়ের কথা চলছিল, তাঁর মায়ের মৃত্যু হওয়ায় পিছিয়ে যায় বিয়ে। বিয়ে পিছিয়ে যাওয়ায় অঞ্জলি এবং তাঁর প্রেমিকের মাঝে কোনও গণ্ডগোল চলছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। পুলিশ শুরু করেছে গোটা ঘটনার তদন্ত।