COVID 19: ফের জোরাল থাবা করোনার, আইআইটি মাদ্রাসে ৩০ জন পড়ুয়া আক্রান্ত কোভিডে
তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব রাধাকৃষ্ণণ জানান, এই মুহূর্তে যাঁরা দক্ষিণের ওই রাজ্যে করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশের শরীরে মিলছে ওমিক্রন প্রজাতির হাজিরা। বাকি ১০ শতাংশ বিএ.২ তে আক্রান্ত হচ্ছেন।
দিল্লি, ২২ এপ্রিল: গোটা দেশ জুড়ে ফের বাড়ছে করোনা (Corona)আতঙ্ক। এবার আইআইটি মাদ্রাসে (IIT Madras) নতুন করে ১৮ জন পড়ুয়া করোনায় আক্রান্ত বলে খবর। আগে আক্রান্ত হন আরও ১২ জন। যার জেরে এই মুহূর্তে আইআইটি মাদ্রাসে মোট ৩০ জন পড়ুয়া করোনার কবলে বলে খবর। আইআইটি মাদ্রাসে যে পড়ুয়ারা কোভিড আক্রান্ত, তাঁরা প্রত্যেকে হস্টেলে থাকেন। ফলে একের হস্টেল-সহ কলেজ ক্যাম্পাসে কোভিড আতঙ্ক ক্রমশ জোরদার হচ্ছে।
তামিলনাড়ুর (Tamil Nadu) স্বাস্থ্য সচিব রাধাকৃষ্ণণ জানান, এই মুহূর্তে যাঁরা দক্ষিণের ওই রাজ্যে করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশের শরীরে মিলছে ওমিক্রন প্রজাতির হাজিরা। বাকি ১০ শতাংশ বিএ.২ তে আক্রান্ত হচ্ছেন। তবে আইআইটি মাদ্রাসে যাঁরা আক্রান্ত, তাঁদের শরীরে ওমিক্রন না বিএ.২ থাবা বসিয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কোনও তথ্য মেলেনি।
আরও পড়ুন: Prashant Kishore: বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পি কে-র 'ব্যবসা', কটাক্ষ দিলীপ ঘোষের
এদিকে ২২ এপ্রিল গোটা দেশে করোনায় আক্রান্ত ২,৪৫১ জন। যার মধ্যে দিল্লিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে রাজধানী শহরের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।