IPL Auction 2025 Live

COVID 19: ইতালি থেকে অমৃতসরে আসতেই করোনা পজিটিভ ১৫০ যাত্রী, পাঠানো হল নিভৃতবাসে

বর্তমানে যে দেশগুলিকে বিপদজনক বলে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে অন্যতম ইতালি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং স্পেনকেও কোভিডের কারণে বিপদজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

Omicron of COVID 19 Spreads In World (Photo Credit: Twitter)

অমৃতসর, ৭ জানুয়ারি:  ফের ১৫০ জন যাত্রীর রিপোর্ট কোভিড পজিটিভ (Coronavirus) এল। রোম থেকে অমৃতসরে আসার পর একটি বিমানের ১৫০ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। রোম (Rome) থেকে অমৃতসরে আসা ওই বিমানে ছিলেন ২৯০ জন যাত্রী। অমৃতসরে বিমানটি আসার পরপরই ওই যাত্রীদের করোনা পরীক্ষা করানো হয়। জানা যায়, ২৯০ জনের মধ্যে ১৫০ জন কোভিড পজিটিভ। সঙ্গে সঙ্গে ওই ১৫০ জনকে বিমানবন্দর থেকে নিভৃতবাসে পাঠানো হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইতালি থেকে একটি বিমান অমৃতসরে (Amritsar) আসে। পাঞ্জাবে (Punjab) ঢোকার পরপরই ওই বিমানের ১২৫ জন যাত্রী কোভিড পজিটিভ বলে জানা যায়।

বর্তমানে যে দেশগুলিকে বিপদজনক বলে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে অন্যতম ইতালি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং স্পেনকেও কোভিডের কারণে বিপদজনক দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:  Mamata Banerjee: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করোনার আরও টিকা চেয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

এদিকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়। যেখানে জানানো হয়, বিদেশ থেকে ভারতে এলেও, ৭ দিনের বাধ্যতামূলক নিভৃতবাস প্রত্যেকের।