Rahul Gandhi On Narendra Modi: 'মোদীকে ঘৃণা করি না, প্রধানমন্ত্রীর সঙ্গে মত মেলে না', বললেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী বলেন, তিনি নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন না। মোদীর একটি নিজস্ব মত রয়েছে। তিনি মোদীর মতের সঙ্গে নিজের মত মেলাতে পারেন না। কিন্তু নরেন্দ্র মোদীকে তিনি ঘৃণা করেন না। মোদীর যেমন পৃথক মতবাদ রয়েছে, তেমনি বিভিন্ন বিষয়ে তাঁরও পৃথক মত রয়েছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

Rahul Gandhi, Narendra Modi (Photo Credit: File Photo)

দিল্লি, ১০ সেপ্টেম্বর: মার্কিন মুলুকে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন বিজেপি (BJP)  এবং নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, সেই সময় কংগ্রেস সাংসদের একটি মন্তব্য ভাইরাল হতে শুরু করেছে। ভার্জিনিয়ায় হাজির হয়ে এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন, তিনি নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন না। মোদীর একটি নিজস্ব মত রয়েছে। তিনি মোদীর মতের সঙ্গে নিজের মত মেলাতে পারেন না। কিন্তু নরেন্দ্র মোদীকে তিনি ঘৃণা করেন না। মোদীর যেমন পৃথক মতবাদ রয়েছে, তেমনি বিভিন্ন বিষয়ে তাঁরও পৃথক মত রয়েছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: Rahul Gandhi: 'এখন আর ভয় লাগে না', মার্কিন মুলুকে গিয়ে নতুন করে মোদী, বিজেপিকে আক্রমণ রাহুলের

শুধু তাই নয়, ভারতবর্ষ জুড়ে যে মিশ্র সংস্কৃতি রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ ভিন্নভাবে তা পালন করেন। ভাষা, ধর্মের পার্থক্য যেমন গোটা দেশ জুড়ে রয়েছে, তাকে বিজেপি এবং আরএসএস মেনে নিতে পারে না। ফলে বিজেপির সেই মতাদর্শের সঙ্গে তাঁর মত মেলে না বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

শুনুন মার্কিন মুলুকে বসে কী বললেন রাহুল গান্ধী...

 

এমনকী নরেন্দ্র মোদীকে তিনি কখনও নিজের 'শত্রু' হিসেবেও দেখেন না। ভার্জিনিয়ায় গিয়ে এমনও মন্তব্য করতে শোনা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।