Yami Gautam: বিয়ে করলেন ইয়ামি গৌতম, প্রকাশ্যে ছবি
মুম্বই, ৪ জুন: বিয়ে করলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। 'উরি'-র পরিচালক আদিত্য ধরকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে বিয়ের খবর প্রত্যেককে জানান ইয়ামি (Yami Gautam)।
View this post on Instagram
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইয়ামি জানান, পরিবারের প্রত্যেকের ভালবাসায় তিনি এবং আদিত্য (Aditya Dhar) গাঁটছড়া বাঁধলেন। একেবারে পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। নতুন এই জীবন এবং পথ চলায় তাঁরা প্রত্যেকের ভালবাসা চান বলে জানান বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: Jisshu Sengupta: খাবার থেকে জল, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ পাঠালেন যীশু সেনগুপ্ত
ভিকি ডোনার থেকে শুরু করে সনম রে, উরি (Uri)। বলিউডে একের পর এক সিনেমায় অভিনয় করেন ইয়ামি গৌতম। ষোনা যায়, সনম রে-র শ্যুটিংয়ের সময় অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়ান ইয়ামি। এমনকী, ইয়ামির জন্যই নাকি পুলকিতের স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বলেও শোনা যায়। যদিও পুলকিতের সঙ্গে ইয়ামির সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
এরপরই গোপনে উরি পরিচালক আদিত্য ধরের সঙ্গে ইয়ামি গৌতম সম্পর্কে জড়ান বলে শোনা যায়।