Subhashree Ganguly: বিশ্ব পরিবেশ দিবসে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে ছবি শুভশ্রীর, প্রশংসায় নেটিজেনরা

ইউভানের সঙ্গে শুভশ্রী, ছবি ট্যুইটার

কলকাতা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day 2021) ইউভানকে পরিবেশের সঙ্গে পরিচয় করালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের ছবি শেয়ার করতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)।

আরও পড়ুন:  Nusrat Jahan: 'তুমি তোমার মতো করেই ফুটে উঠবে', অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মাঝে নুসরতের নয়া স্টেটাসে জল্পনা

বিশ্ব পরিবেশ দিবসে যাতে প্রকৃতিকে সুন্দরভাবে রক্ষা করা যায়, এবার সেই শপথ নিতে হবে বলে মন্তব্য করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হওয়ার পর থেকে  ছোট্ট ইউভানকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি শেয়ার করতে দেখা যায় রাজ-ঘরণীকে।

এসবের মাঝে হঠাৎ করে কোভিডে (COVID 19) আক্রান্ত হলে, ইউভানকে কাছে পাচ্ছেন না বলে আক্ষেপ করতে দেখা যায় অভিনেত্রীকে (Actor)। যা নিয়ে নেট জনতার একাংশের ক্ষোভের মুখেও পড়তে হয় শুভশ্রীকে। এমনকী, বিধানসভা নির্বাচনের প্রচারে যখন রাজের জন্য রাস্তায় বের হন, সেই সময় ইউভানের (Yuvaan)  কথা মনে ছিল না বলেও অনেকে কটাক্ষ করেন শুভশ্রীকে। যা নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে অন্তর্জাল।



@endif