Raj Chakraborty’s Father Died: পরিচালক রাজ চক্রবর্তীর বাবার জীবনাবসান, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বাবা কৃষ্ণ শংকর চক্রবর্তীর। বেশ কয়েকদিন আগে অসুস্থতা জনিত কারমে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত ১৭ আগস্ট টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন পরিচালক। জানান বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। নিজে সংক্রামিত হওয়ায় বয়স্ক বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রীকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন রাজ। তবে বাড়ির সকলের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসায় নিশ্চিন্ত হন তিনি।
কলকাতা, ২৮ আগস্ট: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বাবা কৃষ্ণ শংকর চক্রবর্তীর। বেশ কয়েকদিন আগে অসুস্থতা জনিত কারমে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত ১৭ আগস্ট টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন পরিচালক। জানান বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। নিজে সংক্রামিত হওয়ায় বয়স্ক বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রীকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন রাজ। তবে বাড়ির সকলের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসায় নিশ্চিন্ত হন তিনি। এদিকে কৃষ্ণ শংকরবাবুর অসুস্থতা কমছিল না কিছুতেই। তাই ফের তাঁর করোনা টেস্ট করা হলে জানা যায়, মারণ রোগের শিকার রাজের বাবা। আরও পড়ুন-Uttar Pradesh: নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট, উত্তরপ্রদেশে গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর
শুক্রবার সকালে সেই হাসপাতলেই কৃষ্ণ শংকর চক্রবর্তীর মৃত্যু হয়। এদিকে করোনা আক্রান্ত ছিলেন, তাই সরকারি নিয়ম মেনে আজই তাঁর দাহকাজ সম্পন্ন হবে। অন্যদিকে এদিনই রাজ চক্রবর্তী চূড়ান্ত করোনাভাইরাস টেস্টের দিন। তাই ইচ্ছে থাকলেও বাবাকে শেষদেখা দেখতে পাবেন না পরিচালক। গণেশ চতুর্থীর দিনই রাজ জানিয়েছিলেন বাবা এখন ভাল আছেন। তবে তার পরেপরেই পরিচালকের বাবা টেস্ট রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এলে আশঙ্কা দানা বাঁদে। কেননা বয়সজনিত কারণে জটিল অসুস্থতায় ভুগছিলেন কৃষ্ণ শংকর চক্রবর্তী। মহামারীর মধ্যে চক্রবর্তী পরিবারে দুঃসংবাদটা ঘটেই গেল।