Abir Chatterjee COVID-19 Positive: করোনায় আক্রান্ত অভিনেতা এবং সারেগামাপা'র সঞ্চালক আবির চ্যাটার্জি
করোনা আক্রান্ত এবার অভিনেতা আবির চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি কিছুদিনের মধ্যে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করানোর পরামর্শ দেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা'র সঞ্চালকও। তাই তিনি লেখেন,'প্রোডাকশন টিমের সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরও করোনাকে আটকানো গেল না।'
করোনা আক্রান্ত এবার অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি কিছুদিনের মধ্যে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করানোর পরামর্শ দেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা'র সঞ্চালকও। তাই তিনি লেখেন,'প্রোডাকশন টিমের সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরও করোনাকে আটকানো গেল না।'
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আবার প্রমাণিত হল, জীবনে সবকিছু সত্যিই অনিশ্চিত। আমি যাদের সঙ্গে কাজ করছিলাম সেই প্রোডাকশন টিমের তরফে সবরকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমি নিজে এবং আমার গোটা টিম সকলেই সচেতনতা বজায় রেখেছিলাম। কিন্তু আমি করোনায় আক্রান্ত হই। আশ্চর্যজনকভাবে আমি একেবারেই ঠিক আছি, শুধু মাত্র গন্ধ পাচ্ছি না। নিজেকে আইসোলেট করেছি। পরিবারের সকলেরও করোনা টেস্ট হবে। আশাকরি তাঁরা সুরক্ষিত থাকবেন। কয়েকদিনের মধ্যে বিশেষত কাজের জায়গায় যাঁরা আমার সংস্পর্শে এসেছেন সকলেই করোনা টেস্ট করিয়ে নিন। সকলের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।' আরও পড়ুন, ৪০০ বছর পর রাতের আকাশে দেখা যাবে বৃহস্পতি এবং শনির বিরল মিলন, যাকে বলে ‘গ্রেট কনজাঙ্কশন'; জানুন বিস্তারিত
ছবির কাজ থেকে শুরু করে সারেগামাপা'র সঞ্চালনার কাজ তিনি করছিলেন।