Pallavi Dey: পল্লবীর কাছে 'অর্থ নিয়ে ফ্ল্যাট, গাড়ি কেনেন' প্রেমিক সাগ্নিক? অভিনেত্রীর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

পল্লবীর সঙ্গে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ১৫ লক্ষ রয়েছে বলে অভিযোগ। এই অর্থের জন্যই কি পল্লবী দে-র সঙ্গে সাগ্নিক চক্রবর্তীর প্রায়শয় ঝামেলা হত বলে উঠছে প্রশ্ন।

Pallavi Dey Death Case (Photo Credit: Instagram)

কলকাতা, ১৬ মে: অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু নিয়ে রহস্য ঘণীভূত হতে শুরু করেছে। পল্লবীর মৃত্যুর পর তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন অভিনেত্রীর পরিবার। পল্লবী সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি অভিনেত্রীর পরিবারের। এমনকী, পল্লবীর কাছ থেক অর্থ নিয়ে সাগ্নিক নতুন ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ পরিবারের। বিলাসবহুল গাড়িও কেনেন বলে অভিযোগ। যদিও সাগ্নিক চক্রবর্তী কিংবা তাঁর পরিবারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

পল্লবীর সঙ্গে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ১৫ লক্ষ রয়েছে বলে অভিযোগ। এই অর্থের জন্যই কি পল্লবী দে-র সঙ্গে সাগ্নিক চক্রবর্তীর প্রায়শয় ঝামেলা হত বলে উঠছে প্রশ্ন। পল্লবীর মৃত্যুর পর তাঁর বাবা অভিযোগ করেন, অভিনেত্রীকে লুকিয়ে সাগ্নিক অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকী, পল্লবীকে লুকিয়ে সাগ্নিক অন্য মেয়েকে ফ্ল্যাটে আনতেন বলেও অভিযোগ অভিনেত্রীর বাবার।

আরও পড়ুন: Pallavi Dey: অজানা 'স্ট্রেস' না প্রেম? অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র

যদিও পুলিশের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে।