'Mithai' Actor Adrit Roy: দীর্ঘদিনের প্রেমে ইতি, 'মিঠাই'-এর উচ্ছেবাবু নতুন সম্পর্কে জড়ালেন 'দিদিয়া' কৌশাম্বির সঙ্গে!
সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যখন সুপ্রিয়ার বাগদানের ছবি শেয়ার করেন, তা নিয়ে টলি পাড়ায় হইহই পড়ে যায়। কী কারণে আদৃতের সঙ্গে সুপ্রিয়ার বিচ্ছেদ, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি: অভিনেতা আদৃত রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৌশাম্বি চক্রবর্তী ( kushambi chakraborty )। টলি পাড়ায় কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই আদৃতের সঙ্গে কৌশাম্বি সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। যদিও আদৃত (Adrit Roy) বা কৌশাম্বি এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত মিঠাই-তে আদৃত রায় অর্থাৎ সিদ্ধার্থ মোদকের দিদিয়ার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বি।
সম্প্রতি আদৃত রায়ের এক সময়ের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল বাগদান সেরে ফেলেন অন্য কারও সঙ্গে। ২০২১ সালের নভেম্বরে আদৃত এবং সুপ্রিয়ার বিয়ের কথা ছিল। তবে বিয়ের কথা থাকলেও, দুজনের কোনও মন্তব্য করেননি। সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী যখন সুপ্রিয়ার বাগদানের ছবি শেয়ার করেন, তা নিয়ে টলি পাড়ায় হইহই পড়ে যায়। কী কারণে আদৃতের সঙ্গে সুপ্রিয়ার বিচ্ছেদ, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Deepika Padukone: বিয়ের ৩ বছর কাটতে না কাটতেই রণবীর সম্পর্কে মুখ খুললেন দীপিকা, কী হল নায়িকার
View this post on Instagram
এরপরই শোনা যায়, আদৃত নাকি কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কৌশাম্বির সঙ্গে সম্পর্কের জেরেই কি সুপ্রিয়ার সঙ্গে আদৃতের বিচ্ছেদ? উঠছে এমন প্রশ্ন।