Manjusha Neogi Found Dead: বিদিশার বান্ধবী অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার পাটুলির বাড়ি থেকে
পল্লবী, বিদিশার পর এবার আরও এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী (Actress Manjusha Neogi)। তিনি বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) বন্ধু। আজ সকালে পাটুলির (Patuli) বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মঞ্জুষা।
কলকাতা, ২৭ মে: পল্লবী, বিদিশার পর এবার আরও এক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী (Actress Manjusha Neogi)। তিনি বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) বন্ধু। আজ সকালে পাটুলির (Patuli) বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মঞ্জুষা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মঞ্জুষা একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করছিলেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। আরও পড়ুন: Bidisha De Majumder: কে বিদিশার 'বউ'? অভিনেত্রীর মৃত্যুর পর অব্যাহত জটিলতা, সম্পর্ক নিয়ে জল্পনা
গত কয়েক দিনের ব্যবধানে এনিয়ে তিনজন অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। প্রথমে গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। বুধবার মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ পাওয়া যায় নাগেরবাজার থেকে।