Golondaaz Movie: ছবির শুটিং শুরু হল আজ, একঝলকে দেখে নিন দেবের ফার্স্টলুক
অগাস্টে মুক্তি পেতে চলেছে 'গোলন্দাজ'(Golondaj)। সেই ছবিতেই ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক(Nagendra Prasad Sarbadhikary Biopic) আসতে চলেছে। ফুটবলের প্রাণপুরুষের চরিত্রে অভিনয় করেছেন দেব(Dev)। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ফুটবল। সেই ফুটবলের প্রাণপুরুষের বায়োপিক ঘিরে উত্তেজনা তুঙ্গে টলি ইন্ডাস্ট্রিতে(Tollywood)। বহু প্রতীক্ষীত ছবির শুটিং শুরু হল আজ। টুইটারে সেকথা ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন দেব।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি: অগাস্টে মুক্তি পেতে চলেছে 'গোলন্দাজ' (Golondaaz)। সেই ছবিতেই ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক (Nagendra Prasad Sarbadhikary Biopic) আসতে চলেছে। ফুটবলের প্রাণপুরুষের চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev)। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ফুটবল। সেই ফুটবলের প্রাণপুরুষের বায়োপিক ঘিরে উত্তেজনা তুঙ্গে টলি ইন্ডাস্ট্রিতে (Tollywood)। বহু প্রতীক্ষীত ছবির শুটিং শুরু হল আজ। টুইটারে সেকথা ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন দেব।
সাদা পাঞ্জাবি পরনে আর লাল শাল জড়ানো গায়ে। হেয়ার স্টাইলেও পুরনো ছোঁয়া। সবমিলিয়ে 'গোলন্দাজ' ছবির ফার্স্টলুকে চমকে গেল সকলে। বুধবার থেকে শুরু হল ছবির শুটিং। ছবির পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই ছবিটি নগেন্দ্র প্রসাদ রায়চৌধুরির বায়োপিক নয়। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবলের উত্থান-পতনের একটি ঝলকই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। আরও পড়ুন: Delhi High Court: নির্ভয়ার ধর্ষক খুনিরা ফাঁসির আগে একটি সপ্তাহের জন্য আইনি সহায়তা পাবে, বলল দিল্লি হাইকোর্ট
ফুটবল খেলা তো দূরের কথা। বাস্তব জীবনে কোনওদিন মাঠেই নামেননি দেবষ সেখান ভারতীয় ফুটবলের প্রাণপুরুষের ভূমিকায় অভিনয় যথেষ্ট চ্যালেঞ্জের তাঁর কাছে। তবে এই কঠিন চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করেছেন তিনি। মাঠে খেলাধুলা করে সময় কাটিয়েছেন গত বেশ কয়েকদিন। পাশাপাশি চরিত্রে ফিট হওয়ার জন্য ট্যানড-ও হয়েছেন তিনি। হোমওয়ার্কটা ভীষণই ভাল করেছেন তিনি। এবার দেখার বিষয় অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারেন তিনি।