Durga Puja 2022: পুজোর সাজে কোয়েল, নায়িকাকে ভালবাসায় ভরালেন অনুরাগীরা

পুজোর আগে নয়া রূপে হাজির কোয়েল মল্লিক। দেবী পক্ষের সূচনাতেই নিজের ভিডিয়ো শেয়ার করলেন কোয়েল। লাল রঙের ব্লাউজের সঙ্গে সাদা শড়িতে কোয়েল যেন অন্যবদ্য রূপে ধরা দেন।

Koel Mallick (Photo Credit: Instagram)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে বাঙালি শারদ উৎসব। মহালয়ায় (Mahalaya) অর্থাৎ দেবী পক্ষের শুরু থেকেই উঠে আসছে টলিউড তারকাদের একের পর এক ছবি ভিডিয়ো। যেখানে তাঁদের একেবারে অন্যরূপে দেখা মিলছে।

করোনার (Corona) জন্য গতবার মল্লিক বাড়ির পুজোয় হাজির হতে পারেননি বাইরের কেউ। কোভিড সংক্রমণের ভয়ে মল্লিক বাড়িতে কার্যত দরজা এঁটে পুজো করেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকরা (Koel Mallick)। এবার সংক্রমণের ভয় কিছুটা কাটতেই নয়া রূপে সামনে এলেন কোয়েল মল্লিক।

আরও পড়ুন: Two Actress Sexually Harassed: ছবির প্রমোশনে যৌন হেনস্থার শিকার ২ অভিনেত্রী, অভিযোগ আসতেই শোরগোল

পুজোর আগে নয়া রূপে হাজির কোয়েল মল্লিক। দেবী পক্ষের সূচনাতেই নিজের ভিডিয়ো শেয়ার করলেন কোয়েল। লাল রঙের ব্লাউজের সঙ্গে সাদা শড়িতে কোয়েল যেন অন্যবদ্য রূপে ধরা দেন।কোয়েলের নতুন ভিডিয়ো দেখে তাঁর অসংখ্য অনুরাগী আপ্লুত হয়ে পড়েন। ভালবাসা জানান পছন্দের অভিনেত্রীকে।

 

 

View this post on Instagram

 

যত দিন গড়াচ্ছে, কোয়েল আরও বেশি মোহময়ী রূপে ধরা দিচ্ছেন বলে মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে করোনার প্রভাব কাটতেই কার্যত পুজোর রূপে ধরা দিলেন রঞ্জিত মল্লিকের কন্যা। প্রসঙ্গত মহালয়ায় ভিডিয়ো শেয়ার করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন নুসরত জাহানও।