Nusrat Jahan's TikTok Video: এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে? টিকটকে নুসরত জাহানের নাচের ভিডিয়ো দেখে মন্তব্য সূর্যকান্ত মিশ্রের
পরনে কালো ক্রপ টি-শার্ট। কানে ফ্লুরসেন্ট অরেঞ্জ রঙের বড় দুল। তার সঙ্গে ডেনিম জিন্সের হট প্যান্ট। নাচছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ নুসরত জাহান (TMC MP Nusrat Jahan)। বাজছে, ‘আই এম এ স্যাভেজ, ক্লাসি, বুঁজি...’। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত টিকটকে এই ভিডিয়ো (TikTok Video) পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। অংখ্য লাইকে সঙ্গে কমেন্ট। টিকটক ভিডিয়ো-তে তাঁর বন্ধু তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকেও ট্যাগ করেছেন নুসরত। ‘লেটস ডু ইট’ লিখে মিমির সঙ্গে ট্যাগ করা হয়েছে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও।
কলকাতা, ২৫ এপ্রিল: পরনে কালো ক্রপ টি-শার্ট। কানে ফ্লুরসেন্ট অরেঞ্জ রঙের বড় দুল। তার সঙ্গে ডেনিম জিন্সের হট প্যান্ট। নাচছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ নুসরত জাহান (TMC MP Nusrat Jahan)। বাজছে, ‘আই এম এ স্যাভেজ, ক্লাসি, বুঁজি...’। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত টিকটকে এই ভিডিয়ো (TikTok Video) পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। অংখ্য লাইকে সঙ্গে কমেন্ট। টিকটক ভিডিয়ো-তে তাঁর বন্ধু তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকেও ট্যাগ করেছেন নুসরত। ‘লেটস ডু ইট’ লিখে মিমির সঙ্গে ট্যাগ করা হয়েছে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও।
এবার তৃণমূল সাংসদের টিকটক ভিডিয়ো নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। টুইট করে তিনি নাম না করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেও খোঁচা দেন। প্রশ্ন তোলেন লজ্জাবোধ নিয়েও। সূর্যকান্ত মিশ্র লেখেন, "শিল্পী কলাকুশলীরা নমস্য ব্যক্তি। যে কেউ এসব গুণাবলী আয়ত্ত করতে পারেন না। কিন্তু যারা এদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে রাজনৈতিক রঙ্গমঞ্চে নিয়ে এসে সাংসদ নির্বাচিত করিয়ে পাঠান তাঁদের লজ্জাবোধ নিয়ে সংশয়ের কারণ আছে। এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে?" আরও পড়ুন: Coronavirus Outbreak: করোনা তহবিলে কে কত দিয়েছেন? রজনীকান্তভক্তের হাতে খুন বিজয়ভক্ত
@nusratchirps##Savage ##savagechallenge ##fyp let’s do it @mimichakraborty86 @srabantigintu my ##savagegirls
নুসরত জাহান তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০১৮-র লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন। এই নির্বাচনে তিনি বসিরহাট আসন থেকে মোট সাড়ে ৩ লাখ ভোটে জেতেন।