Raj Chakraborty COVID-19 Positive: করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী
করোনা আক্রান্ত টলিউডের পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। আজ নিজেই টুইট করে তিনি এই কথা জানান। তিনি এও জানান, তাঁর বাবা হাসপাতালে ভরতি রয়েছেন। তবে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত রাজ আছেন হোম কোয়েরেন্টিনেই। বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হবে, জানিয়েছেন রাজ। রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী অন্তঃসত্ত্বা। সামনেই তাঁর পরিবারের নতুন সদস্য আসার কথা।
করোনা আক্রান্ত (COVID-19 Positive) টলিউডের পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আজ নিজেই টুইট করে তিনি এই কথা জানান। তিনি এও জানান, তাঁর বাবা হাসপাতালে ভরতি রয়েছেন। তবে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত রাজ আছেন হোম কোয়েরেন্টিনেই। বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হবে, জানিয়েছেন রাজ। রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী (Subhashree) অন্তঃসত্ত্বা। সামনেই তাঁর পরিবারের নতুন সদস্য আসার কথা।
রাজ চক্রবর্তী আজ টুইট করে জানান,"করোনা পরীক্ষার পর জানলাম আমি কোভিড পজিটিভ। আমার বাবাকে সম্প্রতি হাসপাতালে ভরতি করতে হয়েছে। তবে তাঁর দু'বার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত আমি হোম কোয়েরেন্টিনেই আছি। বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হবে।" আরও পড়ুন, নিট ও জেইই ২০২০ স্থগিতের আবেদন নাকচ করল সুপ্রিমকোর্ট, সেপ্টেম্বরেই হবে পরীক্ষা
রাজ চক্রবর্তীর করোনা আক্রান্তের খবরে উদ্বেগ টলি মহলে। চিন্তার বিষয় স্ত্রী শুভশ্রীকে নিয়ে। তিনি সন্তানসম্ভবা। এখনও রাজের মা ও শুভশ্রীর করোনা পরীক্ষা হয়নি। খুব শীঘ্রই তা হবে। সকলে তাঁদের সুস্থতার কামনা করছেন।