Dev's 37th Birthday Special: জন্মদিনে ফ্যানদের বোম্বাগড়ের টিকিট উপহার দিলেন দেব! সামনে আনলেন 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলর
নামটাই যথেষ্ট সদ্য তারুণ্যে পদার্পণ করা তরুণীর রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য। শুধু তরুণী বলব কেন? তাঁর ফ্যান তিন থেকে তিরানব্বই সকলেই। দীপক অধিকারীর (Dipak Adhikari) পরিচয়ে রাজনীতির তকমা যোগ হলেও অভিনেতা দেবকে চিনে নিতেই বেশি স্বাচ্ছদ্য প্রকাশ করেন আমজনতা। সাংসদ হিসেবে যদিও তাঁর স্বার্থকতা কিছু কম নয়। তবে তাঁর প্রথম পরিচয় তিনি একজন অভিনেতা। তাই জন্মদিনে উপহার হিসেবে ফ্যনদের বোম্বাগড়ের (Bombagarh) টিকিট উপহার দিলেন অভিনেতা। শীত পেরিয়ে গ্রীষ্ম এলেই তিনি ভক্তদের নিয়ে যাবেন রুপকথার ওই দেশে। না! মাথা চুলকনোর দরকার নেই, খোলসা করেই বলি। জন্মদিনের সকালেই দেব হাজির করলেন তাঁর পরবর্তী ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলর। ৩৭ তম জন্মদিনের সকালটা এভাবেই চমক দিয়ে শুরু করলেন অভিনেতা দেব।
নামটাই যথেষ্ট সদ্য তারুণ্যে পদার্পণ করা তরুণীর রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য। শুধু তরুণী বলব কেন? তাঁর ফ্যান তিন থেকে তিরানব্বই সকলেই। দীপক অধিকারীর (Dipak Adhikari) পরিচয়ে রাজনীতির তকমা যোগ হলেও অভিনেতা দেবকে চিনে নিতেই বেশি স্বাচ্ছদ্য প্রকাশ করেন আমজনতা। সাংসদ হিসেবে যদিও তাঁর স্বার্থকতা কিছু কম নয়। তবে তাঁর প্রথম পরিচয় তিনি একজন অভিনেতা। তাই জন্মদিনে উপহার হিসেবে ফ্যনদের বোম্বাগড়ের (Bombagarh) টিকিট উপহার দিলেন অভিনেতা। শীত পেরিয়ে গ্রীষ্ম এলেই তিনি ভক্তদের নিয়ে যাবেন রুপকথার ওই দেশে। না! মাথা চুলকনোর দরকার নেই, খোলসা করেই বলি। জন্মদিনের সকালেই দেব হাজির করলেন তাঁর পরবর্তী ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলর। ৩৭ তম জন্মদিনের সকালটা এভাবেই চমক দিয়ে শুরু করলেন অভিনেতা দেব।
তবে গতকালই অবশ্য তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন আগামীকাল অর্থাৎ আজ তিনি ভক্তদের জন্য সামনে আনবেন এই ছবির ট্রেলর (Trailor) । কথা রাখলেন তিনি। ২৫ ডিসেম্বর সক্কাল সক্কাল হাজির করলেন 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র (Hobu Chandra Raja Gobu Chandra Montri) ট্রেলর। জানা গিয়েছে, এই ছবির গল্প প্রখ্যাত লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরদার ঝুলির কাহিনী থেকে নেওয়া। আরও জানা গিয়েছে, এই ছবির প্রযোজক দেব নিজেই। এদিন দেব নিজের পোস্টে লেখেন, "দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরদার ঝুলির কাহিনী অবলম্বনে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর পরবর্তী প্রয়াস “হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী”। আসছে এই গ্রীষ্মে।" আরও পড়ুন: Kangana Ranaut: 'পাঙ্গা' নিতে তৈরি কঙ্গনা রানাওয়াত, মুম্বই ছত্রপতি শিবাজি রেলস্টেশনের টিকিট বুকিং কাউন্টারে অভিনেত্রী
আগামী বছরের ১ মে ছবিটি হলে মুক্তি পাবে। ছবিতে অভিনয় করছেন, শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, পরাণ ব্যানার্জি প্রমুখ। ছবির গানঘর সামলেছেন কবীর সুমন (Kabir Suman)। পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিকেত চ্যাটার্জি। তবে এই ছবিতে দেব অভিনয় করবেন কি না তা এখনও জানা যায়নি। জন্মদিনে আপাতত তা সাসপেন্সই (Suspense) রেখেছেন অভিনেতা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)