Cinema Halls to Reopen: সমস্যা অনেক, তবুও বৃহস্পতিবার থেকে সিনেমা হল, মাল্টিপ্লেক্স খোলার আশ্বাস হল মালিকদের
আগামী বৃহস্পতিবার থেকে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের দরজা। অতিমারির পরিস্থিতিতে গত এপ্রিল মাস থেকে বন্ধ ছিল সিনেমা হলগুলি। রাজ্য প্রশাসনের তরফে ৩১ জুলাই হলগুলি খোলার কথা ঘোষণা করে। কিন্তু স্যানিটাইজেশন, বন্ধ হলগুলির খোলেনি কোনও সিনেমা হল।
কলকাতা, ২ অগাস্ট: আগামী বৃহস্পতিবার থেকে খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের (Multiplex) দরজা। করোনার অতিমারির (COVID-19 Pandemic) পরিস্থিতিতে গত এপ্রিল মাস থেকে বন্ধ ছিল সিনেমা হলগুলি (Cinema Hall)। রাজ্য প্রশাসনের তরফে ৩১ জুলাই হলগুলি খোলার কথা ঘোষণা করে। কিন্তু স্যানিটাইজেশন, বন্ধ হলগুলির খোলেনি কোনও সিনেমা হল।
মাঝে আরও একটা দিন কাটলেও খোলেনি সিনেমা হল। ফলে নিরাশ হয়ে পড়েন সিনেমাপ্রেমীরা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৫ অগাস্ট খুলতে পারে সিনেমা হলগুলি, এমনটাই জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তাদের একাংশ। করোনা পরিস্থিতিতে বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আরও পড়ুন, 'সীতার' ভূমিকায় ছবির ফার্স্ট লুকে নজর কাড়লেন মৃণাল ঠাকুর
এদিকে হল খোলার অনুমতি দিলেও এখনই কোনও বড় ছবি হলে মুক্তি পাবে না। টলিউড, বলিউড বড় ছবি যা মুক্তি পাওয়ার কথা আঃ আরও দিন দশেক বাদে। এরমধ্যে সম্প্রতি কিছু ছবি অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায়। হলিউডের ছবি চালিয়ে হল খুলতে হবে। অতিমারির কালে কতজন দর্শক হলে আসতে চাইবেন তা নিয়ে সংশয় মালিকদের।
হল কর্তৃপক্ষরা জানিয়েছেন, লোকাল ট্রেন না চলার কারণে অনেক কর্মী হলে এসে কাজ করতে পারছেন না। স্যানিটাইজেশন, হল পরিষ্কার, অন্যান্য কাজ কীভাবে হবে তা নিয়ে চিন্তায় সিঙ্গলস্ক্রিন মালিকরা। আগামী সপ্তাহেই হল খুলতে চাইছেন তাঁরা।