Pallavi Dey: পল্লবী দে-র মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের অভিনেত্রীর পরিবারের, বাড়ছে রহস্য

রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 'আমি সিরাজের বেগম'-খ্যাত অভিনেত্রীর দেহ। ওই ঘটনায় পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। সেই সঙ্গে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় পল্লবী দে-র লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে।

Pallavi Dey (Photo Credit: Facebook)

কলকাতা, ১৬ মে: পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যুর পর এবার তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল অভিনেত্রীর পরিবার। সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা, মা। সাগ্নিক চক্রবর্তীর পাশাপাশি পল্লবীর এক বান্ধবীর বিরুদ্ধেও অভিনেত্রীর বাবা-মা অভিযোগ দায়ের করেন বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। যদিও সাগ্নিকের পরিবারের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 'আমি সিরাজের বেগম'-খ্যাত অভিনেত্রীর দেহ। ওই ঘটনায় পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। সেই সঙ্গে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় পল্লবী দে-র লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে।

আরও পড়ুন:  Pallavi Dey: 'তুুই থাকবি আমার সাথে সব সময়', অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রিয় বন্ধু

তবে ময়না তদন্তের রিপোর্টে এলে তারপরই সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের তরফে জানানো হয়। সেই অনুযায়ী, সোমবার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পল্লবীর পরিবার।