Sohini Sarkar: রণজয়ের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন সোহিনী? জোর গুঞ্জন টলিউডে

সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী বিয়ে সারেন। সিকিমে বসে বিয়ের আসর। সেখানে অঙ্কিতা-প্রান্তিকের সঙ্গে দেখা যায় সোহিনী সরকারকে। কিন্তু সোহিনীর পাশে দেখা মেলেনি রণজয়ের।

Sohini-Ranojoy (Photo Credit: Instagram)

কলকাতা, ২৬ এপ্রিল:  সোহিনী সরকারের সঙ্গে বিচ্ছেদ রণজয় বিষ্ণুর। এমনই গুঞ্জন শুরু হয়েছে টলিউড জুড়ে। কেন সোহিনী, রণজয়ের বিচ্ছেদ হল, সে বিষয়ে কোনও তারকাই মন্তব্য করেননি। তবে সোহিনী সরকার সোশ্যাল সাইটে যে স্টেটাস শেয়ার করেন, তা থেকে দুজনের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। সোহিনী লেখেন, 'সিঙ্গল এবং আমি একা সমস্ত মুহূর্ত উপভোগ করছি।' সোহিনী নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করলেও, রণজয় বিষ্ণু পালটা কোনও মন্তব্য করেননি। এমনকী, কোনও ধরনের স্টেটাস থেকেও বিরত রেখেছেন নিজেকে।

সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী বিয়ে সারেন। সিকিমে বসে বিয়ের আসর। সেখানে অঙ্কিতা-প্রান্তিকের সঙ্গে দেখা যায় সোহিনী সরকারকে। কিন্তু সোহিনীর পাশে দেখা মেলেনি রণজয়ের।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: KIFF 2022: তৃণমূল সরকার 'প্রতিহিংসাপরায়ণ', কিফে আমন্ত্রণ না পেয়ে মত শ্রীলেখার

প্রসঙ্গত সোহিনী যখন একের পর সিনেমা কিংবা ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত, রণজয়কে তখন দেখা যাচ্ছে 'গুড্ডি' ধারাবাহিকে। জনপ্রিয়  ওই চ্যানেলের মেগায় এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু।